হোম > বিশ্ব > চীন

আন্দোলনকারীদের ওপর হামলায় চীনা কূটনীতিক জড়িত: ব্রিটিশ এমপি

অনলাইন ডেস্ক

গত রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চীনা দূতাবাসের সামনে প্রেসিডেন্ট সি চিন পিং-এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় চীনের সিনিয়র কূটনীতিক ঝেং সিয়ুয়ান জড়িত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি অ্যালিসিয়া কেয়ার্নস। ব্রিটেনের হাউস অব কমনসে এমপিদের এ কথা বলেন তিনি।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, ‘আমরা যা দেখেছি তা হলো—বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চীনের কনস্যুল-জেনারেল পোস্টার টেনে ছিঁড়ে ফেলছেন।’

ঝেং সিয়ুয়ানের জড়িত থাকার বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি চীন। তবে বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনস্যুলেট স্টাফদের পক্ষে কথা বলা হয়েছে। মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আন্দোলনকারীরা ‘অবৈধভাবে প্রবেশ’ করেছিল। অন্য দেশের কূটনীতিকরা থাকলেও সুরক্ষার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণ করতেন।

সেদিনের ভিডিও ফুটেজ ও পুলিশের বিবৃতি অনুসারে, দূতাবাসের কর্মকর্তারা গেটের ভেতর থেকে এক আন্দোলনকারীর ওপর হামলা করেন এবং ঝেং সিয়ুয়ান আন্দোলনকারীদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন।

অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, আন্দোলনকারীদের বেধড়ক মারধর করা হয়েছে। হংকংয়ের এক আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কয়েকজন আন্দোলনকারীকে ভেতরে টেনে নিয়ে মারধর করেছেন কর্মকর্তারা। মারধরকারী কর্মকর্তারা চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) সদস্য। 

অ্যালিসিয়া কেয়ার্নস আরও বলেন, ‘চাইনিজ কমিউনিস্ট পার্টির এমন কর্মকাণ্ডকে আমরা অনুমোদন দিতে পারি না। তারা মুক্তভাবে কথা বলা বন্ধ কতে চায়। আমরা ব্রিটেনের মাটিতে এটা হতে দিতে পারি না।’ 

ম্যানচেস্টার পুলিশের বিবৃতি অনুযায়ী, রোববারের আন্দোলনে ৩০ থেকে ৪০ জন অংশ নিয়েছিল। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন