হোম > বিশ্ব > চীন

দুর্নীতির দায়ে চীনে সাবেক আইনমন্ত্রীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

দুর্নীতির দায়ে চীনের সাবেক বিচারমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার আদালত ১ কোটি ৬০ লাখ ডলার দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী ফু ঝেংহুয়াকে এই দণ্ডাদেশ দেন। তবে দুই বছর কারাদণ্ড ভোগের পর সবকিছু সন্তোষজনক হলে তাঁর দণ্ডাদেশ কামানো হতে পারে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের চাংচুন শহরের একটি আদালত ৬৭ বছর বয়সী ফু ঝেংহুয়াকে অর্থ তছরুপের দায়ে দোষী সাব্যস্ত করেছে। আদালতের রায়ে আরও বলা হয়েছে, দুই বছর কারাগারে থাকার পর মৃত্যুদণ্ড কমানো যেতে পারে।

ফু ঝেংহুয়া ২০১৮ সালের মার্চ থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত দেশটির বিচারমন্ত্রী হিসেবে কাজ করেন। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ মূলত তিনি ২০০৫ থেকে ২০২১ সালের মধ্যে তাঁর অবস্থানের ‘সুবিধা নিয়ে’ অবৈধভাবে প্রায় ১৬ দশমিক ৭৬ মিলিয়ন ডলার ঘুষ গ্রহণ এবং ‘ব্যক্তিগত লাভের জন্য আইনের অপব্যবহার’ করেছেন। আদালত একই সঙ্গে তাঁকে সব রাজনৈতিক অধিকার এবং ব্যক্তিগত সম্পত্তি অর্জনের অধিকার থেকেও বঞ্চিত করার ঘোষণা দিয়েছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, ‘তাঁর মৃত্যুদণ্ডাদেশর পর দুই বছর পার হলে ফুর সাজা আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে তাঁর সাজা আর কোনোভাবেই হ্রাস করা যাবে না বা তাঁকে কোনো প্যারোল দেওয়া হবে না।’

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন