হোম > বিশ্ব > চীন

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎ করছেন সি-পুতিন 

অনলাইন ডেস্ক

আগামী সপ্তাহে উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে বৈঠকে বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। উভয় দেশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার খড়্গ থাকায় এ দুই মৈত্রী দেশের শীর্ষ নেতাদ্বয়ের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আল-জাজিরা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে জানিয়েছে, চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই দেনিসভ গত বুধবার সাংবাদিকদের বলেছিলেন, এখনো পর্যন্ত আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে এটিই হতে পারে সি চিন পিংয়ের প্রথম বিদেশ সফর। 

বৈঠকটি চীন ও রাশিয়ার মধ্যকার সাম্প্রতিক সময়ের উষ্ণ সম্পর্কের সর্বশেষ নিদর্শন। দেশ দুটি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে নিজেদের এগিয়ে নিতে ‘সীমাহীন’ বন্ধুত্বের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কথায় আটকে না থেকে বিভিন্ন উদ্যোগের মধ্যে এর প্রমাণও রাখার চেষ্টা করছে। 

এদিকে, গত সপ্তাহের মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, তারা মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ও রাশিয়ার মুদ্রা রুবল দিয়ে গ্যাস ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক লেনদেনের জন্য চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইউক্রেনে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব আরোপিত নিষেধাজ্ঞার ধাক্কা কাটিয়ে উঠতে মার্কিন অর্থব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে মস্কো ও বেইজিং এই উদ্যোগ নিয়েছে।

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন