অনলাইন ডেস্ক
ঢাকা: চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। সেখানকার বিশ্ববিদ্যালয়েই গত রোববার স্বাস্থ্যবিধি না মেনে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি স্নাতক পাস করা শিক্ষার্থীদের সনদ প্রদানে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল উহান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত উপস্থিত হয়েছিলেন ১১ হাজার শিক্ষার্থী। কোনো রকম মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় না রেখেই তাঁদেরকে একসঙ্গে বসতে দেখা গেছে।
সমাবর্তনের ব্যানারে শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি উল্লেখ করা ছিল একটি চীনা কবিতার পংক্তি-‘এই বিশ্ব এক মহাসমুদ্র আর আমরা সবাই হচ্ছি সেই সমুদ্রে সন্তরণরত মাছ।’ সেখানে দুই হাজার ২০০ জনের বেশি এমন শিক্ষার্থী ছিল যারা গত বছর বিধিনিষেধের কারণে সমাবর্তন নিতে পারেননি।
গত বছরও উহান বিশ্ববিদ্যালয়ে সীমিত আকারে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল। তখন সব শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে মাস্ক পরে অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল।