হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল রাশিয়া

ছবি: বিবিসি

ইউক্রেনকে লক্ষ্যবস্তু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি।

ইউক্রেনের বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার খুব ভোরে রাশিয়ার আস্ট্রখান অঞ্চল থেকে ওই মিসাইলটি নিক্ষেপ করা হয়েছিল। ইউক্রেনের দানিপ্রো অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এই প্রথম কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দিনের শুরুর ভাগের এই হামলায় রাশিয়া আইসিবিএম ছাড়াও আরও কয়েক ধরনের মিসাইল ব্যবহার করেছিল। এর মধ্যে অন্তত ৬টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সেনারা।

সম্প্রতি রাশিয়ায় হামলা করতে মার্কিন নির্মিত ATACMS মিসাইল ব্যবহারের জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্র অনুমতি দিলে চলমান যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে ওঠে। বাইডেন প্রশাসনের অনুমতি পেয়ে ইউক্রেন ইতিমধ্যেই রাশিয়াকে লক্ষ্য করে ATACMS মিসাইল নিক্ষেপ করেছে। আইসিবিএম মিসাইল নিক্ষেপ করে এই ঘটনারই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কিছুই বলার নাই।’ তিনি বিষয়টিকে সেনাবাহিনী বিষয় বলে উড়িয়ে দেন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন