হোম > বিশ্ব > ইউরোপ

ই-মেইল ফাঁস, লকডাউনে পার্টির আয়োজন করে বিতর্কে জনসন

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম আইটিভি জানাচ্ছে, ই-মেইলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় অতিথিদের। সেই ই-মেইল তাঁরা দেখেছে। ই-মেইলে বলা হয়, ‘ভয়ংকর ব্যস্ত সময়ের পর সুন্দর আবহাওয়ার সুযোগ নিন। আমরা সামাজিক দূরত্ব মেনে ১০ নম্বরের বাগানে সন্ধ্যায় সমবেত হব। দয়া করে ৬টার সময় আসবেন এবং নিজের মদ নিজে নিয়ে আসবেন।’

রয়টার্স বলছে, যুক্তরাজ্যে ওই সময় মাত্র দুজন বাড়িতে মিলিত হতে পারতেন। পাব, রেস্তোরাঁ সবই বন্ধ ছিল। তখন জনসন এই পার্টি করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস এই ই-মেইল ১০০ জনেরও বেশি কর্মীকে পাঠিয়েছিলেন। 

আইটিভি জানিয়েছে, জনসন ও তাঁর স্ত্রীসহ মোট ৪০ জন সেদিন পার্টি করেছিলেন। 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ নতুন নয়। ২০২০ সালে তিনি ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করেছেন বলে অভিযোগ উঠেছে জনসনের বিরুদ্ধে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এ রকম পাঁচটি পার্টির অভিযোগ নিয়ে তদন্ত করছেন। 

গতকাল সোমবার বরিস জনসনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ও তাঁর স্ত্রী কি করোনাবিধি ভঙ্গ করে পার্টি করেছিলেন? তাঁর কোনো জবাব ব্রিটিশ প্রধানমন্ত্রী দেননি। 

তবে বিরোধী দলগুলো বরিস জনসনের তীব্র সমালোচনা করেছে। বিরোধী লেবার পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি সবাই বরিসের সমালোচনায় মুখর হয়েছে। 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন