অনলাইন ডেস্ক
চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তুরস্কের উইঘুরদের ওপর নজরদারি করার সন্দেহে ছয়জনকে আটক করেছে তুরস্ক। এ ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে খুঁজছে দেশটির পুলিশ। আজ মঙ্গলবার তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইস্তাম্বুলের আদালত বলেছেন, সাতজন ব্যক্তি তুরস্কে অবস্থিত উইঘুর সম্প্রদায়ের নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ও তাঁদের সঙ্গে সম্পর্কিতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।
তবে এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
তুরস্কে প্রায় ৫০ হাজার উইঘুরের বাস। মধ্য এশিয়ার বাইরে তুরস্কেই সবচেয়ে বেশি উইঘুর ডায়াসপোরা রয়েছে। উইঘুরদের সঙ্গে জাতিগত, ধর্মীয় ও ভাষাগত দিক থেকে তুরস্কের বেশ মিল রয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ সম্প্রদায়ের বেশির ভাগ মানুষ তুর্কি ভাষায় কথা বলেন।
উইঘুর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কারণে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত হয়েছে বেইজিং। তুরস্কে অবস্থিত চীনা দূতাবাস এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি।
গত মাসে তুরস্কে বসবাসরত ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করার কারণে ও ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্য সন্দেহে ৩৪ জনকে আটক করে তুরস্ক কর্তৃপক্ষ। এরপর থেকে এমআইটির গোয়েন্দা সংস্থা তুরস্কে সন্দেহভাজন মোসাদ এজেন্টদের বিরুদ্ধে আরও অভিযান চালিয়ে যাচ্ছে।