হোম > বিশ্ব > ইউরোপ

বাবা-ছেলের ঝগড়া থামাতে এসে প্রাণ গেল পুলিশের

স্পেনের মধ্যাঞ্চলের একটি গ্রামে পারিবারিক কলহ থামাতে গিয়ে প্রাণ গেল পুলিশের এক সদস্য ও প্রতিবেশীর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৬ অক্টোবর) আরগামাসিলা দি ক্যালাত্রাভা ও ভিল্লামায়োর দি ক্যালাত্রাভা গ্রামের মধ্যকার রাস্তার পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বাধে ৮১ বছর বয়সী এক বৃদ্ধ ও তাঁর ৫০ বছর বয়সী ছেলের মধ্যে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এমন পরিস্থিতিতে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাবা-ছেলের ঝগড়া থামানোর চেষ্টা করলে গুলি চালান বৃদ্ধের ছেলে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এক সদস্য ও এক প্রতিবেশী। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হন। 

এদিকে হামলার সময় বৃদ্ধ ওই বাবা পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরও দুজন সদস্য। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বন্দুক হামলার মতো সহিংস ঘটনা স্পেনে অনেকটা বিরল। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে অপরাধের হার ১১ শতাংশ কমেছে। ২০২১ সালে অপরাধের হার প্রতি ১ হাজার জনে ৪১.৪ রেকর্ড করা হয়, যা হিসাব শুরুর পর সর্বনিম্ন। 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন