হোম > বিশ্ব > ইউরোপ

বাবা-ছেলের ঝগড়া থামাতে এসে প্রাণ গেল পুলিশের

অনলাইন ডেস্ক

স্পেনের মধ্যাঞ্চলের একটি গ্রামে পারিবারিক কলহ থামাতে গিয়ে প্রাণ গেল পুলিশের এক সদস্য ও প্রতিবেশীর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৬ অক্টোবর) আরগামাসিলা দি ক্যালাত্রাভা ও ভিল্লামায়োর দি ক্যালাত্রাভা গ্রামের মধ্যকার রাস্তার পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বাধে ৮১ বছর বয়সী এক বৃদ্ধ ও তাঁর ৫০ বছর বয়সী ছেলের মধ্যে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এমন পরিস্থিতিতে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাবা-ছেলের ঝগড়া থামানোর চেষ্টা করলে গুলি চালান বৃদ্ধের ছেলে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এক সদস্য ও এক প্রতিবেশী। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হন। 

এদিকে হামলার সময় বৃদ্ধ ওই বাবা পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরও দুজন সদস্য। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বন্দুক হামলার মতো সহিংস ঘটনা স্পেনে অনেকটা বিরল। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে অপরাধের হার ১১ শতাংশ কমেছে। ২০২১ সালে অপরাধের হার প্রতি ১ হাজার জনে ৪১.৪ রেকর্ড করা হয়, যা হিসাব শুরুর পর সর্বনিম্ন। 

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন