রয়টার্স, মস্কো
রাশিয়ায় গত শুক্রবার থেকে তিন দিনব্যাপী সংসদ নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধীরা কারারুদ্ধ আলেক্সি নাভালনির দলের সঙ্গে জোট করেছেন। প্রচারণার জন্য তারা বিভিন্ন অ্যাপ বানিয়েছেন।
এরই মধ্যে গুগল ও অ্যাপল এসব অ্যাপ তাদের প্ল্যাটফর্ম থেকে কার্যক্রম চালাতে পারবে না বলে ঘোষণা দেয়। এ ছাড়াও ‘টেলিগ্রাম মেসেঞ্জার’ও একই ঘোষণা দিয়েছে।
রয়টার্সের এক খবরে বলা হয়েছে, এ কারণে কোণঠাসা হয়ে পড়েছেন বলে অভিযোগ করছেন বিরোধীরা।