হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সে পৌঁছেছেন ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজ

অনলাইন ডেস্ক

‘বিকিনি খুনি’ হিসেবে পরিচিত ফরাসি সিরিয়াল কিলার চার্লস শোভরাজ নেপালে প্রায় ২০ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আজ শনিবার ফ্রান্সে পৌঁছেছেন। গত শতাব্দীর সত্তরের দশকে এশিয়ার বিভিন্ন দেশে একাধিক হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শোভরাজের বয়স ও স্বাস্থ্য বিবেচনা করে নেপালের সর্বোচ্চ আদালত গত বুধবার তাঁকে মুক্তির আদেশ দিয়ে ১৫ দিনের মধ্যে ফ্রান্সে ফিরে যেতে বলেন। এরপর গতকাল শুক্রবার তাঁকে মুক্তি দেওয়া হয় এবং কাঠমাণ্ডু বিমানবন্দরে তাঁর জন্য একটি ফ্লাইট বরাদ্দ রাখা হয়। ফ্লাইটটি কাতের রাজধানী দোহা হয়ে প্যারিসে গিয়েছে। কাঠমাণ্ডু ত্যাগ করার আগে শোভরাজ সাংবাদিকদের বলেছেন, তিনি নিরপরাধ ছিলেন।

উড়োজাহাজে ওঠার আগে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের শোভরাজ বলেন, ‘আমি এখন ভালো বোধ করছি। আমার অনেক কিছু করার আছে। অনেক লোকের বিরুদ্ধে মামলা করতে হবে।’

সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনাকে ভুলভাবে সিরিয়াল কিলার হিসেবে পরিচিত করা হয়েছে কিনা?’ জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ।’

আজ সকালে তিনি ফ্রান্সের রাজধানীতে পৌঁছেছেন বলে এএফপির একজন সাংবাদিক নিশ্চিত করেছেন। প্যারিস বিমান বন্দরের একটি সূত্র এএফপিকে বলেছেন, প্যারিসে পৌঁছার পর তাঁর পরিচয় পরীক্ষার জন্য শোভরাজকে তুলে নিয়ে গেছে সীমান্ত পুলিশ। প্রয়োজনীয় পরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে।

শোভরাজের জন্ম ভিয়েতনামের সাইগনে। তাঁর বাবা ভারতীয় এবং মা ছিলেন ভিয়েতনামের নাগরিক। তবে শোভরাজ ফ্রান্সের নাগরিক। তাঁর হাতে খুন হওয়া অধিকাংশ নারীর পরনেই থাকত বিকিনি, তাই তাঁর নাম হয়ে যায় ‘বিকিনি কিলার’। খুন করে সরীসৃপের মতো নিঃশব্দে পালিয়ে যেতেন শোভরাজ। তাই বিবিসি তাঁকে নিয়ে নির্মিত নাটকটির নাম দিয়েছিল ‘দ্য সারপেন্ট’। গত বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ পর্বে সিরিজটি প্রচার করেছিল বিবিসি।

শোভরাজের বয়স এখন ৭৮। ১৯৭০ সালের মাঝামাঝি সময়ে পাতায়া সমুদ্র সৈকতে বিকিনি পরা ছয় নারীকে মাদক খাওয়ানোর পর হত্যার অভিযোগে শোভরাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল থাই সরকার।

তবে তিনি প্রথম গ্রেপ্তার হয়েছিলেন ভারতে। ১৯৭৬ সালে দিল্লিতে তিন পর্যটককে বিষ খাওয়ানোর অভিযোগে তাঁকে তিহার কারাগারে পাঠানো হয়েছিল। ১৯৮৬ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ভারতের কারাগারে ছিলেন।

ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে শোভরাজ ফ্রান্সে ফিরে গিয়েছিলেন। কিন্তু ২০০৩ সালে তিনি নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি ক্যাসিনোতে গ্রেপ্তার হন এবং মার্কিন পর্যটক কোনি জো ব্রোনজিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। সেই থেকে তিনি কাঠমাণ্ডুর কারাগারে বন্দী ছিলেন। 

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন