হোম > বিশ্ব > ইউরোপ

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান মাখোঁর, যা বললেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিগত এক বছর ধারাবাহিক হামলা ও সম্প্রতি লেবাননে ভয়াবহ হামলার দায়ে ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এই আহ্বানের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

মাখোঁর এই আহ্বানকে ‘অপমানজনক’ মন্তব্য করে নেতানিয়াহু বলেন, ইসরায়েল নিজেকে রক্ষার জন্য শত্রুদের সঙ্গে সাতটি ফ্রন্টে একসঙ্গে লড়াই করছে। তাই সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত। 

এর আগে ইমানুয়েল মাখোঁ এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সব ধরনের অস্ত্র পাঠানো বন্ধ করা দরকার। দেশটিকে এসব অস্ত্র দিয়ে গাজায় যুদ্ধ করার সুযোগ দেয়া উচিত নয়। ফ্রান্স ইন্টার রেডিওকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাজনৈতিক সমাধানেকে এখন অগ্রাধিকার দিতে হবে। এ জন্য আমাদের গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।’

অন্যদিকে শনিবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে, ফরাসি প্রেসিডেন্ট যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় সংঘাত অব্যাহত রাখায় উদ্বেগ পুনর্ব্যক্ত করেন। এ সময় ইসরায়েলের লেবাননে স্থল সেনা পাঠানোর সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন এই রাষ্ট্রপ্রধান।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন