হোম > বিশ্ব > ইউরোপ

রানিকে শেষ বিদায় জানাতে দিনভর যত আয়োজন

অনলাইন ডেস্ক

জমকালো রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া। গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে ৯৬ বছর বয়সে মারা যান রানি এলিজাবেথ। এরপর নানা আনুষ্ঠানিকতা পেরিয়ে গত বুধবার থেকে রানির কফিন রাখা হয়েছিল যুক্তরাজ্যের পার্লামেন্টের ওয়েস্টমিনস্টার হলে। সেখানে সাধারণ মানুষ রানিকে শ্রদ্ধা জানাচ্ছিলেন। আজ ভোর ৬টায় শেষ হয়েছে সেই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। এরপর রানির শেষকৃত্যানুষ্ঠান ঘিরে সারা দিন কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ভোর ৬: ৩০ 
ওয়েস্টমিনস্টার হলে রাখা রানির কফিনে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। হাজার হাজার মানুষ শেষবারের মতো রানির কফিন দেখার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। শেষ শ্রদ্ধা জানানোর এই সুযোগ শেষ হয়েছে ভোর সাড়ে ৬টায়।

সকাল ৮: ৩০ 
ওয়েস্টমিনস্টার হল থেকে সামান্য দূরত্বে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে রানির কফিন। সেখানে অন্ত্যেষ্টিক্রিয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১১টায়। তার আগে সারা বিশ্ব থেকে আসা অতিথিদের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা খোলা হবে। সেখানে রাজপরিবারের সদস্য, যুক্তরাজ্যের সিনিয়র রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী এবং পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন।

সকাল ১০: ৪৪ 
অন্ত্যেষ্টিক্রিয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। রয়্যাল নেভির ১৪২ জন সৈনিক একটি বিশেষ গাড়িতে করে রানির কফিন বহন করে নিয়ে যাবে। গাড়িটি শেষবার ১৯৭৯ সালে প্রিন্স ফিলিপের চাচা লর্ড মাউন্টব্যাটেনের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় দেখা গিয়েছিল। এর আগে ১৯৫২ সালে রানি এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ব্যবহৃত হয়েছিল।

নতুন রাজা চার্লস, তাঁর দুই ছেলে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের সিনিয়র সদস্যরা রানির কফিনবাহী গাড়িকে অনুসরণ করবেন। এ সময় রয়্যাল এয়ারফোর্সের সদস্যরা স্কটিশ ও আইরিশ রেজিমেন্টের পাইপস ও ড্রামস বাজাবেন।

বেলা ১১ টা
অন্ত্যেষ্টিক্রিয়া শুরু। এ সময় অন্তত ২ হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। কঠোরভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। অন্ত্যেষ্টিক্রিয়া হবে ঐতিহাসিক গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। এখানেই ব্রিটেনের রাজা ও রানিকে মুকুট পরানো হয়। ১৯৫৩ সালে এখানেই রানির রাজ্যাভিষেক হয়েছিল।

১৮ শতকের পর থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে কোনো অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠিত হয়নি। তবে ২০০২ সালে একবার সেখানে রানি এলিজাবেথের মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল।। অন্ত্যেষ্টিক্রিয়ার মূল প্রক্রিয়া পরিচালনা করবেন ওয়েস্টমিনস্টারের ডিন ডেভিড হোয়েল। এ সময় ধর্ম বিষয়ে বক্তৃতা দেবেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসও বক্তব্য দেবেন।

বেলা ১১: ৫৫ 
অন্ত্যেষ্টিক্রিয়ার শেষের দুটি অংশ অনুষ্ঠিত হবে। প্রথমটি সংক্ষিপ্ত বিউগল এবং শেষেরটি দুই মিনিটের নীরবতা। এরপর রানির পাইপার (সানাইবাদক) জাতীয় সংগীত ও করুণ বিউগল বাজাবেন।

দুপুর ১২: ১৫ 
রানির কফিনটি ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে হেঁটে হেঁটে লন্ডনের হাইড পার্কের ওয়েলিংটন আর্চে নিয়ে যাওয়া হবে। দর্শনার্থীরা শেষকৃত্যের শোভাযাত্রা দেখতে পাবেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের নেতৃত্বে গঠিত সাতটি দল শোভাযাত্রার নেতৃত্ব দেবে। এ ছাড়া যুক্তরাজ্য এবং কমনওয়েলথের সেনাসদস্য ও পুলিশের সদস্যরাও থাকবেন।

এরপর প্রতি মিনিটে গান স্যালুট দেওয়া হবে।

বিকেল ৩টা
রানির কফিনবাহী গাড়িটি হেঁটে যাওয়া শোভাযাত্রার সঙ্গে উইন্ডসর ক্যাসেলে যাবে। এই পথটি প্রায় তিন মাইল। পুরো পথটির দুপাশে সশস্ত্র বাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। সাধারণ মানুষকে শোভাযাত্রাটি দেখার অনুমতি দেওয়া হবে। রাজা এবং রাজপরিবারের সিনিয়র সদস্যরা কিছু সময় পরে উইন্ডসর ক্যাসেলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এরপর দুর্গের মাঠ থেকে গান স্যালুট দেওয়া হবে।

বিকেল ৪টা
রানির কফিনটি সেন্ট জর্জ চ্যাপেলে নেওয়া হবে। এটি একটি ঐতিহ্যবাহী গির্জা। এখানে সাধারণত রাজপরিবারের সদস্যদের বিয়ে, নামকরণ ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে এখানে প্রিন্স হ্যারি ও মেগানের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এর আগে রানির প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়া এই গির্জায় অনুষ্ঠিত হয়েছিল।

এখানে প্রায় ৮০০ জন অতিথি উপস্থিত থাকবেন। এখানে আনুষ্ঠানিকতা পরিচালনা করবেন উইন্ডসরের ডিন ডেভিড কনার ও ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।

বিকেল ৪: ৪৫ 
সেন্ট জর্জ চ্যাপেলের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং রাজপরিবারের সদস্যরা চ্যাপেল ছেড়ে চলে যাবেন।

সন্ধ্যা ৭: ৩০ 
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে রানিকে তাঁর প্রয়াত স্বামীর পাশাপাশি সমাহিত করা হবে। 

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন