Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

সমকামী যুগলকে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বানালেন ফ্রান্সের মাখোঁ

অনলাইন ডেস্ক

সমকামী যুগলকে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বানালেন ফ্রান্সের মাখোঁ

বিগত দুই দিনে ফ্রান্সের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হয়েছে। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন মুখ নিয়োগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ রাজনীতিবিদ গ্যাব্রিয়েল আত্তাল এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন স্তেফান সেজর্ন। দুই মন্ত্রীই সমকামী। 

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়া একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি আলোচিত হয়েছে। আত্তাল এবং সেজর্ন কেবল সমকামীই নন, তাঁরা এক সময়ে পরস্পরের সঙ্গী হিসেবে ছিলেন। 

ফরাসি মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের অংশ হিসেবে স্তেফান সেজর্নকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বেছে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় আনুষ্ঠানিকভাবে সেজর্নকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়ার ঘোষণা দেয়। তিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনার স্থলাভিষিক্ত হবেন। 

এর আগে, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফরাসি রাজনীতিতে ‘মাখোঁর বালক’ বলে পরিচিত গ্যাব্রিয়েল আত্তাল। মাত্র ৩৪ বছর বয়সে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন তিনি। গ্যাব্রিয়েল আত্তাল সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হবেন। 

ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, আত্তাল ও সেজর্ন দীর্ঘদিন পরস্পরের সঙ্গী ছিলেন। ২০১৮ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করেন। স্তেফান সোজের্নে সেই সময় মাখোঁর মন্ত্রিসভায় প্রথমবার প্রবেশ করেন। ধারণা করা হয়, আত্তাল ও সেজর্নর সম্পর্কচ্ছেদ হয়ে গেছে। 

এই দুই মন্ত্রী জনসমক্ষে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করলেও সম্পর্কচ্ছেদের কথা কখনোই স্বীকার করেননি। কিন্তু গত অক্টোবরে ফরাসি কর্তৃপক্ষের কাছে দেওয়া ব্যক্তিগত বিবরণীতে আত্তাল জানিয়েছিলেন, তাঁর কোনো সঙ্গী নেই।

ইউক্রেনকে সামরিক-আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া

মার্কিন–ইউরোপ সম্পর্কে উত্তেজনা, যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-ইউরোপ সংকট ঘনীভূত, ট্রাম্প-জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় ইঙ্গিত

কোকেনসেবী ভাঁড় জেলেনস্কির মুখের ওপর সত্য বলেছেন ট্রাম্প: মেদভেদেভ

ইউক্রেনের নিরাপত্তা: যুক্তরাষ্ট্রের বিকল্প হবে ইউরোপ?

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন, বৈঠকে জেলেনস্কিকে চেপে ধরেছেন ট্রাম্প

সম্পর্ক মেরামতে ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক

নিরাপত্তা নিশ্চয়তা না দিয়েই ইউক্রেনের খনিজ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির

যুক্তরাজ্যে ভিসা আবেদনকারীদের সার্বক্ষণিক সহায়তা দেবে ভিএফএস গ্লোবালের এআই চ্যাটবট

ইউক্রেনে ইউরোপীয় বাহিনীর উপস্থিতি: ট্রাম্পের হ্যাঁ, পুতিনের না