Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাজ্যকে চাপ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাজ্যকে চাপ যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাজ্যকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে সদ্য ক্ষমতায় আসা লেবার সরকারের ওপর এই চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত মে মাসে যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের ওপর রায় দেওয়ার এখতিয়ার আছে কি না, বিষয়টিকে চ্যালেঞ্জ করে আবেদন করে। এর আগে, ২০২১ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত এক রুলে বলেছিলেন, গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের ওপর তাদের এখতিয়ার আছে।

যুক্তরাষ্ট্র মূলত লেবার সরকারকে আগের কনজারভেটিভ সরকারের অবস্থান ধরে রাখার জন্য চাপ দিচ্ছে। এদিকে, আইসিসি আগামী ২৬ জুলাই পর্যন্ত নতুন লেবার সরকারকে সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে আদালতকে জানাতে হবে যে, সরকার আগের চ্যালেঞ্জ আবেদন বহাল রাখবে কি না। যুক্তরাজ্য ছাড়া অন্যান্য দেশকে আগামীকাল শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে একই বিষয়ে আপত্তি-অনাপত্তি জমা দেওয়ার।

ব্রিটিশ মানবাধিকার আইনজীবী জিওফ্রে রবার্টসন গত বুধবার গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে লেবার সরকারের ওপর মার্কিন চাপের বিষয়ে প্রথম দাবি করেন। নিবন্ধে তিনি বলেছেন, কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্বের ওপর মার্কিন চাপ ‘প্রথম বড় নৈতিক ভুল’ হবে। তিনি লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং দেশটি আশা করে যে, যুক্তরাজ্য সেখানে তার স্বার্থ দেখবে।’

ট্রাম্প-জেলেনস্কি দ্বন্দ্বে যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পুতিনের

ইউক্রেনকে সামরিক-আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া

মার্কিন–ইউরোপ সম্পর্কে উত্তেজনা, যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-ইউরোপ সংকট ঘনীভূত, ট্রাম্প-জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় ইঙ্গিত

কোকেনসেবী ভাঁড় জেলেনস্কির মুখের ওপর সত্য বলেছেন ট্রাম্প: মেদভেদেভ

ইউক্রেনের নিরাপত্তা: যুক্তরাষ্ট্রের বিকল্প হবে ইউরোপ?

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন, বৈঠকে জেলেনস্কিকে চেপে ধরেছেন ট্রাম্প

সম্পর্ক মেরামতে ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক

নিরাপত্তা নিশ্চয়তা না দিয়েই ইউক্রেনের খনিজ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির

যুক্তরাজ্যে ভিসা আবেদনকারীদের সার্বক্ষণিক সহায়তা দেবে ভিএফএস গ্লোবালের এআই চ্যাটবট