হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৫, ক্ষতিগ্রস্ত ১৯০ বাড়ি-গাড়ি

রাশিয়ার অভ্যন্তরে প্রায় নিয়মিতই হামলা চালাচ্ছে ইউক্রেন। রাশিয়ার বেলগরদ শহরে এসব হামলায় অন্তত পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছে। এ ছাড়া অন্তত ১৩০টি বাড়ি ও ৬০ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলগরদের গভর্নর। রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বেলগরদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘বেলগরদে ইউক্রেনীয় সেনাদের তিন দফায় ব্যাপক গোলাবর্ষণের ফলে ছয় বেসামরিক লোক আহত হয়েছে। কেউ নিহত হয়নি। তবে হামলায় ৯টি বহুতল ভবনের ২৬টি অ্যাপার্টমেন্ট, ১৯টি একক পরিবারের বাড়ি, বিভিন্ন অর্থনৈতিক সংস্থার ২৭টি ভবন, ১টি সামাজিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও ৬৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 

ভ্যাচেস্লাভ গ্ল্যাদকভ আরও জানিয়েছেন, ইউক্রেন ব্যাপক হারে ড্রোন হামলা শুরু করেছিল। সেই হামলায় ২৩টি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ড্রোন বেলগরদ শহরে আবাসিক এলাকায় হামলা চালায়। সেই হামলায় অন্তত আরও ৯৩টি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। 

রুশ শহরটির গভর্নর জানান, বেলগরদ শহরের উপকণ্ঠের একটি গ্রাম নিকলস্কয়ে ইউক্রেনীয় হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। এ সময় এক কিশোরী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। এ ছাড়া গরকভস্কোয়ি গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত একজন নিহত ও দুজন আহত হয়েছে। 

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আগামী দিনে নির্ধারক ভূমিকা পালন করতে যাচ্ছে ড্রোন। এরই মধ্যে উন্নত ড্রোনের সাহায্যে বিশাল ও শক্তিশালী রুশ বাহিনীকে টক্কর দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ওলেকসান্দার সিরস্কি। তিনি চালকবিহীন ড্রোনকে ইউক্রেনের ‘আশার আলো’ হিসেবে দেখছেন। 

উপপ্রধান কমান্ডার ভাদিম সুখরেভস্কির সঙ্গে বৈঠক শেষে সিরস্কি বলেন, ‘আমি চালকহীন ড্রোন ব্যবহার বাড়ানোকে গুরুত্ব দিচ্ছি। আমরা সংখ্যাগতভাবে শক্তিশালী প্রতিপক্ষকে গুণগত ব্যবস্থার মাধ্যমে টক্কর দেওয়ার উপায় খুঁজছি।’ সম্প্রতি দুই পক্ষ থেকেই ড্রোনের ব্যবহার বেড়েছে। রণক্ষেত্রে লড়াই করার পরিবর্তে দেশগুলো একে অপরের সামরিক, জ্বালানি ও পরিবহন কাঠামোতে হামলা চালাচ্ছে।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন