হোম > বিশ্ব > ইউরোপ

বিবিসির সদর দপ্তরে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের হামলা

ছবি: দ্য টেলিগ্রাফ

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত বিবিসির ব্রডকাস্টিং হাউসের সদর দপ্তরে হামলা চালিয়েছে। হামলাকারীরা ভবনটির কাচের দরজা ভেঙে ফেলে এবং দেয়ালে লাল রং ছিটিয়ে দেয়।

সোমবার রাতে যুক্তরাজ্যভিত্তিক টেলিগ্রাফ জানিয়েছে, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে, তারা ভবনটিতে রক্তের লাল রং ছিটিয়ে দিয়েছে। ইসরায়েলের পক্ষে খবর প্রকাশের প্রতিবাদে তারা বিবিসি অফিসের কাচও ভেঙে ফেলেছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘একটি ভবনের দেয়ালে লাল রঙের রং ছিটানো হয়েছে এবং কাচের দরজা ভাঙা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।’

টেলিগ্রাফ জানিয়েছে, আজ সোমবার দুপুরের দিকে ভবনটি পরিষ্কার করার কাজ শুরু হয়। মূলত প্রেশার ওয়াশার ব্যবহার করে ওই লাল রং ছিটানো হয়েছিল।

এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসেও বিবিসির সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছিল ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সংগঠনটি। তাদের অভিযোগ, বিবিসি ইসরায়েল-হামাস যুদ্ধের খবর কাভার করার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে।

সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘বিবিসির পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা শুধু খারাপ রিপোর্টিং নয়, এটি জীবন-মৃত্যুর বিষয়।’

এ বিষয়ে টেলিগ্রাফের পক্ষ থেকে বিবিসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন