হোম > বিশ্ব > ইউরোপ

ঝড়ে ডুবে গেছে প্রমোদতরি, ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা নিখোঁজ

গ্রীষ্মের অবকাশ যাপন করতে গিয়ে ইতালিয়ান উপকূলে ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে একটি ব্রিটিশ প্রমোদতরি। এ ঘটনায় একজনের মৃত্যু এবং অন্তত ছয়জন নিখোঁজ হয়েছেন বলে সোমবার রাতে জানিয়েছে বিবিসি। নিখোঁজদের মধ্যে একজন সুপরিচিত ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা রয়েছেন বলেও নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি।

ইতালীয় ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, সোমবার ভোরে সিসিলির উপকূলে একটি পালতোলা প্রমোদতরি ডুবে যায়। জাহাজটিতে থাকা ২২ জনের মধ্যে বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিকের পাশাপাশি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, আমেরিকা ও কানাডার নাগরিকও ছিলেন।

আরও জানা গেছে, ৫৬ মিটার দীর্ঘ বায়েসিয়ান নামে বিলাসবহুল ওই প্রমোততরি পালেরমোর কাছাকাছি একটি এলাকায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। পরে এটি ডুবে গেলে ১৫ জনকে উদ্ধার করে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে এক বছর বয়সী একটি কন্যাশিশুও আছে। উদ্ধারের পর তাকে দ্রুত পালেরমো হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাচ্চাটি এখন নিরাপদ আছে।

রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ডুবে যাওয়া প্রমোদতরি থেকে নিখোঁজদের মধ্যে ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ রয়েছেন। আইটি শিল্পে তিনি নিজের ভাগ্য তৈরি করেছেন।

১৯৯৬ সালে কেমব্রিজে সফটওয়্যার কোম্পানি অটোনমির সহপ্রতিষ্ঠা ছিলেন তিনি। পরে এই কোম্পানি দ্রুত সম্প্রসারিত হয়ে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলোর একটি হয়ে ওঠে। তবে নিজের কোম্পানি নিয়ে সম্প্রতি কিছু বিতর্কের মুখেও পড়েছিলেন লিঞ্চ।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন