Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

লিজ ট্রাসের ফোন হ্যাক করেছিল পুতিনের গোয়েন্দারা

অনলাইন ডেস্ক

লিজ ট্রাসের ফোন হ্যাক করেছিল পুতিনের গোয়েন্দারা

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন তাঁর ব্যক্তিগত ফোনটি হ্যাক করেছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে কাজ করা সন্দেহভাজন গোয়েন্দারা। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দারা ফোন হ্যাক করার মাধ্যমে সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ও ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ার্টেংয়ের সঙ্গে আদান-প্রদান করা ব্যক্তিগত কথাবার্তা ও আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন ‘গোপন আলোচনা’ জানতে পেরেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, এক বছরের সমপরিমাণ বার্তা গোয়েন্দারা ডাউনলোড করেছিলেন।

এ দিকে ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছেন ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র। তবে তিনি বলেছেন, ‘সাইবার হুমকি মোকাবিলার জন্য ব্রিটিশ সরকারের কাছে শক্তিশালী ব্যবস্থা রয়েছে। এতে মন্ত্রীদের জন্য নিয়মিত নিরাপত্তা ব্রিফিং এবং তাদের ব্যক্তিগত ডেটা রক্ষা করার পাশাপাশি সাইবার হুমকি প্রশমিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।’

ডেইলি মেইল বলেছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রার্থীদের প্রচারণার সময় লিজ ট্রাসের ফোন হ্যাক হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। কনজারভেটিভ পার্টির ওই নেতৃত্বের প্রচারণার মধ্য দিয়েই লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়েছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ৪৫ দিন পর এ মাসেই পদত্যাগের ঘোষণা দেন লিজ ট্রাস। এরপর ট্রাস গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন এবং ঋষি সুনাক তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

কার্গো ও তেল ট্যাংকারের সংঘর্ষ, যুক্তরাজ্যের উপকূলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

মিথ্যাচারী রাজনীতিকদের পদচ্যুত করবে ওয়েলস

গ্যাস পাইপলাইনে হামাগুড়ি দিয়ে প্রবেশ, ইউক্রেনের তিন গ্রাম দখল রাশিয়ার

ফিলিস্তিনের পতাকা নিয়ে বিগবেনের চূড়ায় যুবক, ১৬ ঘণ্টা পর গ্রেপ্তার

বেকার হওয়া গবেষকদের স্বাগত জানাবে ফ্রান্স

ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান জার্মানির হবু চ্যান্সেলর

ট্রাম্প–জেলেনস্কি বিতর্কের পর ইউক্রেনে সিরিজ হামলা শুরু করেছে রাশিয়া, নিহত ২৫

ফরাসি চিকিৎসকের যৌন লালসার শিকার ৩০০ নারী-কিশোরী, বাদ যায়নি ছেলের বান্ধবীও

ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়েও আলোচনায় প্রস্তুত পুতিন, দিলেন যেসব শর্ত

রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে পুতিনের সেনারা