হোম > বিশ্ব > ইউরোপ

আরও এক বছর যুদ্ধ চালিয়ে নিতে পারবে রাশিয়া: ইউক্রেন 

ইউক্রেনে বিশ্বাস করে রাশিয়া বর্তমানে যে গতিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে আগামী এক বছর দেশটি এই যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা রাখে। অধিকাংশ যুদ্ধক্ষেত্রে ইউক্রেন পশ্চাদপসরণ করছে উল্লেখ করে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা এই কথা জানিয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশটির প্রধান সামরিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে—‘ক্রেমলিনের নেতৃবৃন্দ হয়তো পশ্চিমকে দেখাতে অল্প সময়ের জন্য যুদ্ধ বন্ধ করতে পারে যাতে অবরোধ তুলে নেওয়ার হয়। কিন্তু এরপরই ক্রেমলিন আবার যুদ্ধ শুরু করবে।’ 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘রাশিয়ার অর্থনীতি এই গতিতে আরও এক বছর যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা দেবে।’ 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ভাদিম স্কিবিতস্কি বলেছেন, ‘রাশিয়ার ১০ থেকে ১৫ ইউনিট গোলন্দাজ বাহিনীর বিপরীতে ইউক্রেনের রয়েছে মাত্র ১ ইউনিট গোলন্দাজ বাহিনী।’ 

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে আমাদের পশ্চিমা বন্ধুরা আমাদের কি ধরনের অস্ত্র সহায়তা দেয় তার ওপরই যুদ্ধের গতিপথ নির্ভর করবে।’ তিনি আরও বলেন, তবুও ইউক্রেন বিশ্বাস করে যে—রাশিয়ার আধুনিক অস্ত্র ভান্ডার খালি হয়ে যাচ্ছে। 

এ প্রসঙ্গে ভাদিম স্কিবিতস্কি বলেন, ‘আমরা দেখেছি, রাশিয়া খুব অল্পই ক্ষেপণাস্ত্র হামলা করছে বরং পুরোনো আমলের কেএইচ–২২ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো তাঁরা এখন বেশি ব্যবহার করছে। এগুলো সোভিয়েত আমলে ১৯৭০ এর দশকের ক্ষেপণাস্ত্র। এগুলোর ব্যবহারই প্রমাণ করে উচ্চমাত্রার নির্ভুল ক্ষেপণাস্ত্র সংকটে রয়েছে তাঁরা।’

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন