হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার বিরোধী নেতা নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ইতিমধ্যে কারাগারে বন্দী রাশিয়ান বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শুক্রবার রাতে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, একটি চরমপন্থী সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং অর্থায়নের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় নাভালনিকে ওই কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 

এর আগে ২০২১ সালে প্যারোল লঙ্ঘন, জালিয়াতি ও আদালত অবমাননার দায়ে তাঁকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। রাজধানী মস্কো থেকে ২৪০ কিলোমিটার পূর্বে মেলেখভোর একটি বিচ্ছিন্ন কারাগারে ছিলেন তিনি। এই কারাগারে মূলত পুতিন ও ক্রেমলিনের সমালোচকদের বন্দী করে রাখা হয়। 

শুক্রবার কারাগারের একটি হলে রুদ্ধদ্বার আদালত পরিচালনা করে নাভালনির বিরুদ্ধে নতুন সাজা ঘোষণা করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত ২০ জুলাই সর্বশেষ মামলার শুনানিতে রাশিয়ার সরকারি আইনজীবীরা নাভালনিকে আরও কুখ্যাত একটি কারাগারে ২০ বছর বন্দী করে রাখার আহ্বান জানিয়েছিলেন। ওই কারাগারে সাধারণত রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখা হয়। 

শুনানির সময় নাভালনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘রাশিয়া গরিব মানুষদের কাদা কিংবা রক্তের পুকুরে ফেলে দিচ্ছে। তাদের হাত-পা ভাঙছে। লাখো মানুষ মারা যাচ্ছেন। একুশ শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে।’ 

ক্রেমলিনের দাবি করেছিল, এই মামলায় তাদের কোনো হস্তক্ষেপ নেই। আদালত যা ঠিক করবে, তা-ই হবে। তবে নাভালনির বিরুদ্ধে আনা সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন তাঁর সমর্থক গোষ্ঠী ও পশ্চিমা বিশ্ব।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন