হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার জনপ্রিয় দুই সাংবাদিককে হত্যাচেষ্টার দাবি 

অনলাইন ডেস্ক

রাশিয়ার জনপ্রিয় দুই সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে গোয়েন্দা সংস্থা সেই অপতৎপরতা ভন্ডুল করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ সংবাদমাধ্যম ‘তাস’ এমনটি জানিয়েছে।

দুই সাংবাদিক হলেন জাতীয় গণমাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমনইয়ান এবং সুপরিচিত টেলিভিশন উপস্থাপক সেনিয়া সোবচাক।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির সম্পাদকসহ দুই জনপ্রিয় সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়। রাশিয়ার আদালত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। অভিযুক্ত সাতজনের মধ্যে পাঁচজন কিশোর, যাদের জন্ম ২০০৫ ও ২০০৬ সালে। অন্য দুজন প্রাপ্তবয়স্ক।

রুশ জাতীয়তাবাদের প্রতি ঘৃণা থেকে আটকেরা জনপ্রিয় দুই রুশ সাংবাদিককে হত্যার ফন্দি আঁটে। হত্যার উদ্দেশ্যে আটকেরা সাংবাদিকদের বাড়ি ও কর্মস্থলের কাছে ঘোরাফেরাও করেছে। 

গোয়েন্দা সংস্থা এফএসবি যে ফুটেজ প্রকাশ করেছে, তাতে কয়েকজন সন্দেহভাজনকে আটক অবস্থায় দেখা গেছে। এ ছাড়া নাৎসিবাদের ওপর অস্ত্র ও বই জব্দ করা হয়েছে।

আটককৃতরা ‘অনুচ্ছেদ-৮৮ নামে’ গ্রুপে সংঘবদ্ধ ছিল। ইউক্রেনের হয়ে তারা সাংবাদিক হত্যার মিশনে নামার তথ্য স্বীকার করেছে। মিশন সফল হলে তারা ১৫ লাখ রাশিয়ান রুবল পুরস্কার পাওয়ার কথা স্বীকার করেছে।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন