হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার হামলায় আহত পুরস্কারজয়ী ইউক্রেনীয় লেখক আর নেই

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আহত পুরস্কারজয়ী ইউক্রেনীয় লেখক ভিক্টোরিয়া অ্যামেলিনা (৩৭) মারা গেছেন। গতকাল রোববার লেখকদের সংগঠন পেন ইউক্রেন এ তথ্য জানিয়েছে। 

গত মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের একটি পিৎজা রেস্তোরাঁয় একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ‘রিয়া পিৎজা’ নামের জনপ্রিয় রেস্তোরাঁটি বিধ্বস্ত হয়। হামলায় ১২ জন নিহত হন। ভিক্টোরিয়াসহ আহত হন প্রায় ৬০ জন। এখন এই হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৩। 

পেন ইউক্রেনের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তারা অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছে যে ইউক্রেনীয় লেখক ভিক্টোরিয়া ১ জুলাই দিনিপ্রো এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

পেন ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় কলম্বিয়ার সাংবাদিক ও লেখকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে ক্রামতোর্স্কের রেস্তোরাঁটিতে বসে খাবার খাচ্ছিলেন ভিক্টোরিয়া। হামলায় আহত হলে তাঁকে উদ্ধার করে দিনিপ্রো এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ভিক্টোরিয়ার শল্য চিকিৎসক জানান, আহত এই লেখকের মাথার খুলিতে একাধিক ফাটল ছিল। 

ইউক্রেনের জনপ্রিয় তরুণ লেখকদের একজন ছিলেন ভিক্টোরিয়া। লেখকদের সংগঠন পেন জানায়, গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ হামলা শুরুর পর থেকে দেশটির (রাশিয়া) যুদ্ধাপরাধ নথিভুক্তের কাজ করে আসছিলেন ভিক্টোরিয়া। পাশাপাশি তিনি রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার জন্য প্রচার চালিয়ে আসছিলেন। 

ভিক্টোরিয়া তাঁর সাহিত্যকর্মের জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সাহিত্য পুরস্কার।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন