Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে দেওয়া অস্ত্র যাচ্ছে তালেবানের হাতে

এএফপি, ওয়াশিংটন

ইউক্রেনকে দেওয়া অস্ত্র যাচ্ছে তালেবানের হাতে

ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই জোরদার করতে ৪২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সরঞ্জাম দেবে তারা। পশ্চিমা বিশ্বের দেওয়া অস্ত্র নিয়ে নতুন অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের হাতে যে অস্ত্র তুলে দিচ্ছে, তা তালেবানের হাতে যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে যে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে, এর মধ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, গোলাবারুদ ও ট্যাংকবিধ্বংসী অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ঘোষণা করা সাহায্যের মধ্যে ১২ কোটি ৫০ লাখ ডলারের সরঞ্জাম খুব শিগগির দেওয়া হবে, যা যুদ্ধক্ষেত্রে এখনই প্রয়োজন। আর ৩০ কোটি ডলার দেওয়া হবে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) মাধ্যমে। অর্থাৎ এই অর্থ দিয়ে বাজার থেকে অস্ত্র সংগ্রহ করে তা ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের অস্ত্রসহায়তা প্রসঙ্গে শুক্রবার পুতিন বলেন, পশ্চিমাদের দেওয়া অস্ত্র ইউক্রেন হয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে অবৈধ অস্ত্রবাজারের মাধ্যমে। এরপর সেই অস্ত্র বিক্রি করা হচ্ছে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের কাছে।

পশ্চিমা দেশগুলোর বেশ কয়েকজন কর্মকর্তা এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য পাঠাবে তুরস্ক

ট্রাম্প-পুতিন মৈত্রীর ভয়ে বিশাল সামরিক ব্যয়ের পরিকল্পনা ইউরোপের

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় কতটা বিপদে পড়বে ইউক্রেন

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা

যুদ্ধে ইউক্রেনের খরচ কত, কোন দেশ কত দিল

রাশিয়ার ২১০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার পথে ইউরোপ