হোম > বিশ্ব > ইউরোপ

বাল্টিক সাগরে রহস্যজনক কর্মকাণ্ড, রাশিয়ার দিকে আঙুল তুলল ফিনল্যান্ড

ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের কোস্ট গার্ড দাবি করেছে, গত এপ্রিল থেকেই বাল্টিক সাগরে তাদের স্যাটেলাইট নেভিগেশন সিগন্যালে ব্যাঘাত ঘটছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সাগর দিয়ে চলাচল করা ট্যাংকারগুলো রাশিয়ায় ভ্রমণ গোপন করার জন্য তাদের অবস্থানের তথ্য স্পুফ করছে।

গত সপ্তাহে ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী লুলু রানে বলেছেন—ফিনল্যান্ড বিশ্বাস করে, ন্যাভিগেশনে ব্যবহৃত গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) এবং জিপিএস সিগন্যালে ফিনল্যান্ড এবং বাল্টিক সাগরে শনাক্ত করা ঝামেলার পেছনে রয়েছে রাশিয়া।

ফিনল্যান্ডের কোস্ট গার্ড বলেছে, ফিনল্যান্ড উপসাগরে গত এপ্রিল থেকেই তারা ক্রমবর্ধমানভাবে জিএনএসএস জ্যামিং শনাক্ত করছে। এর ফলে জাহাজগুলোর পথ হারানোর মতো ঘটনা ঘটছে। এভাবে পথ হারিয়ে কোনো দ্বীপ কিংবা অগভীর পানির কাছাকাছি চলে আসার মুহূর্তে জাহাজগুলোকে সতর্ক করতে হয়েছে ফিনিশ কর্তৃপক্ষকে।

ফিনল্যান্ডের উপসাগরীয় কোস্টগার্ড কমান্ডার পেক্কা নিটিলা রয়টার্সকে বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা এটাও দেখেছি, এআইএস ডিভাইসগুলো ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে এবং এইভাবে অবস্থানের তথ্য অনলাইন লোকেশন সিস্টেমে জাল করা হয়েছে। জাহাজের জন্য একটি ভুল অবস্থান দেখানো হয়েছে।’

রাশিয়া অবশ্য অতীতে এ ধরনের যোগাযোগ ও স্যাটেলাইট নেটওয়ার্কে হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে।

নিটিলা দাবি করেছেন—স্পুফিং একটি নতুন ঘটনা, যা সেন্ট পিটার্সবার্গের আশপাশের রুশ বন্দর পরিদর্শনকারী বিভিন্ন ট্যাংকারের দ্বারা সংঘটিত হয়েছে। এ ধরনের ঘটনা অন্তত ১০ বার শনাক্ত করেছে ফিনিশ কোস্টগার্ড। বিষয়টির উদাহরণ দিতে গিয়ে নিটিলা বলেন, ‘যদি রাশিয়ার তেল কেনা কোনো দেশ দেখাতে না চায় যে, তারা রাশিয়া থেকে তেল কিনেছে, তাহলে বিক্রেতা কিংবা তেল বহন করা জাহাজটি স্পুফিং ব্যবহার করে দেখাতে পারে যে, জাহাজটি রাশিয়ায় সফর করেনি।’

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন