হোম > বিশ্ব > ইউরোপ

আলবেনিয়ায় পাঠানো অভিবাসীদের ফিরিয়ে নিচ্ছে ইতালি, আছে বাংলাদেশিও

ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের অন্য দেশে স্থানান্তর করার পরিকল্পনা করেছিল দেশটির সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে দেশটি বেশ কয়েকজন অভিবাসীকে ইউরোপেরই আরেক দেশ আলবেনিয়ায় পাঠিয়েছিল। তবে আদালতের নির্দেশের পর ইতালি তাঁদের আবার ফেরতও নিচ্ছে। এই অভিবাসীদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও আছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শনিবার ইতালির কোস্ট গার্ডের একটি জাহাজ আলবেনিয়া থেকে আগে পাঠানো অভিবাসীদের উঠিয়ে নেয়। আদালতের রায়ের পর এই উদ্যোগ নিল ইতালি সরকার। আদালতের এই রায় ইতালির সরকারের জন্য একটি বড় ধাক্কা। 

এর আগে, গতকাল শুক্রবার ইতালির সরকার জানিয়েছিল, তারা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্প হিসেবে অবৈধ অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে। তবে আদালতের রায়ের পর সরকার জানিয়েছে, তারা এর বিরুদ্ধে আপিল করবে। এই বিষয়ে আগামী সোমবার ইতালির মন্ত্রিসভা এক বিশেষ বৈঠকের আয়োজন করেছে। 

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি আত্মবিশ্বাসী যে আদালতের এই সিদ্ধান্ত বাতিল হবে। সরকার প্রয়োজনে সুপ্রিম কোর্টে আপিল করবে। 

এর আগে, গত সপ্তাহে ইতালির নৌবাহিনীর একটি জাহাজে করে ১৬ জন অভিবাসীকে আলবেনিয়ায় নেওয়া হয়। তাঁদের মধ্যে অবশ্য চারজনকে এরই মধ্যে ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে স্বাস্থ্যগত ও শিশু হওয়ার কারণে। বাকি ১২ জন বাংলাদেশ ও মিসরের।

আদালত জানিয়েছে, ইতালি সরকারের তালিকায় নিরাপদ হিসেবে নথিভুক্ত ২২টি দেশ থেকে আসা অভিবাসীদেরই কেবল আলবেনিয়ায় পাঠানো যাবে। মিসর ও বাংলাদেশ এই তালিকায় আছে। তবে এ বিষয়ে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের (ইসিজে) একটি সাম্প্রতিক রায় তাঁদের আলবেনিয়ায় রাখা অসম্ভব করে তুলেছে। রোম আদালত বলেছেন, ‘তাদের অভিবাসীদের ইতালিতে থাকার অধিকার আছে।’

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন