হোম > বিশ্ব > ইউরোপ

কারামুক্ত হয়েই আসল চেহারা দেখালেন ইরানের ‘জম্বি জোলি’

অনলাইন ডেস্ক

ইরানি এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে একটি ভুতুড়ে ছবি প্রকাশ করে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। সেই তরুণীকে দুর্নীতি ও ধর্ম অবমাননার দায়ে ২০১৯ সালে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সম্প্রতি সেই তরুণী কারাগার থেকে ছাড়া পেয়েই নিজের আসল চেহারা প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহার তাবার নামে ইনস্টাগ্রামে পরিচিত ওই তরুণীর আসল নাম ফাতিমাহ খিশবান্দ। তিনি ২০১৯ সালে কারাগারে বন্দী হলেও ১৪ মাস কারাভোগের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে তাঁকে মুক্তি দেওয়া হয়।

অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে ভুতুড়ে সেই ছবি প্রকাশের পর অনেকেই ধারণা করেছিলেন—শাহার তাবার প্লাস্টিক সার্জারি করিয়ে তাঁর চেহারা অ্যাঞ্জেলিনা জোলির মতো বানানোর চেষ্টা করেছিলেন। তবে যাই হোক, ২১ বছরের শাহার তাবার এবার জেল থেকে মুক্তি পেয়েই তাঁর আসল ছবি প্রকাশ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরান জুড়ে চলা বিক্ষোভের মধ্যেই শাহার তাবারের মুক্তির বিষয়ে আন্দোলন শুরু করেন অনেকেই। তাদেরই একজন হলেন—মাসিহ আলিনেজাদ। শাহার তাবারকে কারাদণ্ড দেওয়ার সময় আলিনেজাদ এক টুইটে লিখেছিলেন, ‘শাহার তাবারের বয়স মাত্র ১৯ বছর। তাঁর করা একটি মশকরা তাঁকে কারাবন্দী করেছে। তাঁর মা তাঁর মুক্তির জন্য কেঁদে কেঁদে হয়রান। প্রিয় অ্যাঞ্জেলিনা জোলি, আপনার সমর্থন আমাদের জরুরি। আমাদের সহায়তা করুন।’

জেল থেকে মুক্তি পাওয়ার পর শাহার তাবার জানান, তিনি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে যে ভুতুড়ে ছবি শেয়ার করেছিলেন সেই ছবিটি তুলতে তিনি বেশ কিছু প্রসাধন সামগ্রী ব্যবহার করেছিলেন এবং ছবিটি ফটোশপ ব্যবহার করে তৈরি করা হয়েছিল। তবে তাঁর শেয়ার করা সেই ছবিটিকে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘জম্বি অ্যাঞ্জেলিনা জোলি’ বলা হয়। তিনি বলেন, আপনারা ইনস্টাগ্রামে যা দেখেছেন তা কম্পিউটার ইফেক্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে।’

শাহার তাবার তাঁর সেই ছবি শেয়ার করার বিষয়টিকে স্রেফ ‘মজা’ বলে আখ্যা দিয়েছেন এবং এই বিষয়ে অনুতপ্ত হয়েছেন বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার মা আগেই আমাকে এসব করা থেকে বিরত থাকতে বলেছিল কিন্তু আমি তখন তাঁর কথা শুনিনি।’

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন