Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

গোপনীয় প্রতিরক্ষা নথিপত্র পাওয়া গেল বাস স্টপেজে

অনলাইন ডেস্ক

গোপনীয় প্রতিরক্ষা নথিপত্র পাওয়া গেল বাস স্টপেজে

ঢাকা: যুক্তরাজ্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথিপত্র ইংল্যান্ডের একটি বাস স্টপেজে পাওয়া গেছে । গত মঙ্গলবার কেন্টের একটি বাস স্টপেজে ওই নথিপত্রগুলো পাওয়া যায়। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার চলাফেরার রূপরেখা ছিল ওই নথিপত্রে। গত বুধবার ক্রিমিয়ার কেপ ফিওলেন্ট উপকূলে এই যুদ্ধজাহাজটি লক্ষ্য করে  সতর্কতামূলক গুলি ও বোমা নিক্ষেপ করেছিল রাশিয়া।

রুশ মন্ত্রণালয় জানিয়েছিল, কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজটি সীমা পেরিয়ে তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করায় গুলি ছোড়া হয়। তবে তখন ওই অভিযোগ অস্বীকার করেছিল যুক্তরাজ্য। 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ রোববার জানানো হয়, গত সপ্তাহে একজন কর্মী নথিপত্র হারানোর কথা জানিয়েছিল। এরপর এই ঘটনার তদন্ত শুরু হয়।

উত্তর আয়ারল্যান্ডবিষয়ক মন্ত্রী ব্র্যান্ডন লুইস বলেন, এটি ঠিক সময়ে জানানো হয়েছিল।  ওই সময়  অভ্যন্তরীণভাবে এর  তদন্ত চলছিল।   

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য সরকারের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, ৫০ পৃষ্ঠার ওই নথিপত্র একটি বাস স্টপেজের পেছনে পাওয়া যায়।

ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার ক্রিমিয়ার উপকূল দিয়ে ভ্রমণ করলে রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে ওই নথিপত্রে বলা হয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া আফগানিস্তানে সম্ভাব্য ব্রিটিশ সেনা উপস্থিতির জন্য পরিকল্পনাও ওই নথিতে ছিল।

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা

যুদ্ধে ইউক্রেনের খরচ কত, কোন দেশ কত দিল

রাশিয়ার ২১০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার পথে ইউরোপ

ইউক্রেনে সব সামরিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইউরোপে আশ্রয়: আবেদনের তালিকায় বাংলাদেশিদের রেকর্ড

জার্মানিতে ‘নগ্ন সৈকতে’ পোশাক পরা ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষণা