Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যে ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট, রাস্তায় নেমেছেন পাঁচ লাখ শ্রমিক

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট, রাস্তায় নেমেছেন পাঁচ লাখ শ্রমিক

যুক্তরাজ্যের ১২ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ধর্মঘট চলছে। মজুরি বাড়ানোর দাবিতে রাস্তায় নেমেছেন অন্তত পাঁচ লাখ শ্রমিক। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে পরিবহন ব্যবস্থা, স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অচল হয়ে পড়েছে জনজীবন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, গতকাল বুধবার থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে শ্রমিক ধর্মঘট। ব্রিটেনের শ্রমিক সংগঠন ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) বলেছে, ২০১১ সালের পর এত বড় ধর্মঘট আর হয়নি। ইউরোপের মানুষ জীবনযাপনের ব্যয় মেটাতে না পেরে ধর্মঘটে নেমেছে।

গত মঙ্গলবার ফ্রান্সে ১০ লাখ ২৭ হাজারেও বেশি মানুষ পেনশন সংস্কারসহ নানা দাবিতে রাস্তায় নেমে এসেছিল। এর পরদিন থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে নজিরবিহীন ধর্মঘট।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বেতন বাড়ানোকে ‘যুক্তিসংগত’ বলেছেন। তবে তিনি একই সঙ্গে সবাইকে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে বেতন বাড়ালে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা বিপন্ন হবে।’

তবে শ্রমিক সংগঠনগুলো কোটিপতি সুনাককে কম বেতন, অনিরাপদ কাজ ও লাগামছাড়া খরচের চ্যালেঞ্জিং শ্রমিকজীবনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছে। 

ধর্মঘটে যোগ দিয়েছেন বিপুলসংখ্যক শিক্ষক, ট্রেনচালক, উড়োজাহাজের কর্মী, সমুদ্রবন্দরের শ্রমিক ও সীমান্ত বাহিনীর কর্মীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকালের ধর্মঘটে অন্তত তিন লাখ শিক্ষক যোগ দিয়েছিলেন।

লন্ডনের ৫৭ বছর বয়সী শিক্ষক নাইজেল অ্যাডামস বলেছেন, ‘কাজের চাপ বাড়তেই থাকে, বাড়তেই থাকে...আর মুদ্রাস্ফীতির সঙ্গে আমাদের বেতন কমতেই থাকে কমতেই থাকে। এভাবে চলা যায় না। আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’

এদিকে ফরাসি সরকার অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করার পরিকল্পনা করেছে। এর প্রতিবাদে মঙ্গলবারে দেড় লাখেরও বেশি মানুষ রাজপথে নেমে আসেন। এতে যোগ দিয়েছে দেশটির বাম সংগঠনগুলোর আটটি ইউনিয়ন।

কট্টর বামপন্থী নেতা জ্যঁ লুক মেলেসোঁ বিবিসিকে বলেছেন, ‘মাখোঁর পরাজয় সুনিশ্চিত। কেউ চায় না তাঁর এই বিল পাস হোক। দিন যাচ্ছে, এই বিলের বিপক্ষে মানুষের সংখ্যা বাড়ছে।’

প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য পাঠাবে তুরস্ক

ট্রাম্প-পুতিন মৈত্রীর ভয়ে বিশাল সামরিক ব্যয়ের পরিকল্পনা ইউরোপের

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় কতটা বিপদে পড়বে ইউক্রেন

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা

যুদ্ধে ইউক্রেনের খরচ কত, কোন দেশ কত দিল

রাশিয়ার ২১০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার পথে ইউরোপ