হোম > বিশ্ব > ইউরোপ

২০২১ সালে সমুদ্রে ৩ হাজারের অধিক শরণার্থীর মৃত্যু

২০২১ সালে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অন্তত ৩ হাজারেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—ভূমধ্যসাগর ও আটলান্টিক পারি দিয়ে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় গত বছর ৩ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী মারা গেছেন কিংবা নিখোঁজ হয়েছেন। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউএনএইচসিআর-এর কর্মকর্তা শাবিয়া মান্টু শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২০২১ সালের পরিসংখ্যান অনুসারে গত বছরে ইউরোপে শরণার্থী সংকটের কারণে নীতি কঠোর করায় আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ প্রাণহানির ঘটনা ঘটেছে। 

শাবিয়া মান্টু বলেন, ‘আমরা ক্রমশ মৃত্যুর হার বৃদ্ধি পেতেই দেখছি। এটি খুবই উদ্বেগজনক।’ 

ইউএনএইচসিআর-এর প্রতিবেদন অনুসারে—২০২১ সালে মধ্য ও পশ্চিম ভূমধ্যসাগরের রুটে মোট ১৯২৪ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্যান্য আফ্রিকান রুটে মারা গেছেন ১১৫৩ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। 

ইউএনএইচসিআর–এর প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় পতিত বেশির ভাগ নৌকাই কাঠের তৈরি, হালকা এবং স্বাভাবিকের তুলনায় বেশি মানুষ বহন করায় ডুবে যাওয়ার ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের শুরু থেকে বর্তমান সময় অবধি সমুদ্রে ডুবে ৪৭৮ জন মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন