হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠক

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গতকাল শনিবার বেনেট পুতিনের সঙ্গে ক্রেমলিনে এই বৈঠক করেন। বেনেটের মুখপাত্র এমনটি জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ক্রেমলিনে তাঁদের তিন ঘণ্টার বৈঠকে, বেনেট পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধে আটকে পড়া বৃহৎ ইহুদি সম্প্রদায়ের বিষয়টিও উত্থাপন করেছেন। 

বেনেটের মুখপাত্র জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর, বেনেট জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে আলোচনার জন্য বার্লিনে চলে যান। 

পুতিনের সঙ্গে বৈঠকের সময় বেনেটের সঙ্গে ছিলেন তাঁর ইউক্রেনীয় বংশোদ্ভূত আবাসনমন্ত্রী জিভ এলকিন। 

এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করতে ইসরায়েল আগামী সপ্তাহে ইউক্রেনে মেডিকেল টিম পাঠাবে। এটি উদ্বাস্তুদের চিকিৎসা দেবে। 

অন্যদিকে ফ্রান্সের এলিসি প্রাসাদ জানিয়েছে, বেনেট পুতিনের সঙ্গে আলোচনা করতে যাওয়ার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। সে সময় বেনেট পুতিনকে কী বিষয়ে বলবেন, তার সারসংক্ষেপ তিনি মাখোঁকে জানিয়েছেন।

এর আগে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার আগ্রহের কথা জানিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, বেনেট মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে এই সংকট নিরসনে কাজ করছেন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন