হোম > বিশ্ব > ইউরোপ

মাত্র ৩০ জন কর্মী নিয়ে ৩০ বিলিয়ন ডলার মূল্যের ‘টেলিগ্রাম’ চালান দুরভ! 

অনলাইন ডেস্ক

গত ২৪ আগস্ট ফ্রান্সে গ্রেপ্তার হয়েছেন টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভ। তাঁকে নিয়ে এবার একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ভারতীয় ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি দুরভের একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছেন গোয়েঙ্কা। ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওর পোস্টে গোয়েঙ্কা জানিয়েছেন, প্রায় ১০০ কোটি ব্যবহারকারী এবং ৩০ বিলিয়ন ডলার বাজারমূল্যের টেলিগ্রাম সংস্থাটি মাত্র ৩০ জন কর্মী নিয়ে পরিচালনা করেন সম্প্রতি গ্রেপ্তার হওয়া দুরভ। অবাক করা বিষয় হলো—৩০ জন কর্মী থাকলেও এই প্রতিষ্ঠানের কোনো মানবসম্পদ বিভাগ নেই! এই ধরনের দায়িত্বগুলো দুরভ নিজেই সামলান। 

গত শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি লে বুর্গেট বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় দুরভকে। অসংযমী ব্যবহার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অসহযোগিতা এবং টেলিগ্রাম অ্যাপটি অপরাধমূলক কার্যকলাপে সহায়তা করছে—এমন অভিযোগে একটি তদন্তের সঙ্গে এই গ্রেপ্তারের সম্পর্ক রয়েছে। তবে টেলিগ্রামের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট এসব অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে।

সম্প্রতি দুরভের গ্রেপ্তার নিয়ে মত প্রকাশ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও। এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি দাবি করেন, দুরভের গ্রেপ্তারের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।

৩৯ বছর বয়সী পাভেল দুরভ ২০১৩ সালে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। রাশিয়ার জনপ্রিয় সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যম ভিকন্টাক্টেরও (VKontakte) প্রতিষ্ঠাতা তিনি। রাশিয়ায় জন্ম নেওয়া দুরভ পড়াশোনা করেছেন সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে। ব্যবহারকারীদের ডেটা হস্তান্তরের জন্য সরকারি চাপের মুখোমুখি হলে ২০১৪ সালে তিনি রাশিয়া থেকে পালিয়ে আসেন। বর্তমানে বসবাস করছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকেই পরিচালিত হয় টেলিগ্রাম।

২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠার সময় দুরভের সহযোগী ছিলেন তাঁর ভাই নিকোলাইও। তাঁরা এই অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তার ওপর দৃষ্টি নিবদ্ধ করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে ৯০ কোটিরও বেশি মানুষ টেলিগ্রাম ব্যবহার করছেন। এর মধ্য দিয়ে একজন তরুণ বিলিয়নিয়ার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন দুরভ। রাশিয়ান নাগরিকত্বের পাশাপাশি ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতেরও নাগরিকত্ব রয়েছে তাঁর।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন