হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিশুসহ নিহত ১৮

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্তে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও ছিল। স্থানীয় সময় আজ বুধবার দেশটির রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলীয় ব্রোভারির উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ মন্ত্রণালয়ের আরও আট কর্মকর্তা ওই হেলিকপ্টারে ছিলেন। নিহতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী ও সচিবও রয়েছেন। পুলিশপ্রধান ইহোর ক্লেমেঙ্কো বলেন, হেলিকপ্টারটি ইউক্রেনের জরুরি সেবা বিভাগের ছিল।    

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজি কুলেবা বলেন, ব্রোভারি ট্র্যাজেডিতে ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ১৮ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে। তখন শিশু ও বিদ্যালয়ের কর্মীদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। বিদ্যালয় ভবনের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে। দুর্ঘটনার সময় অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।

মন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ইয়েভেন ইয়েনিন মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী এবং ইউরি লুবকোভিচ রাজ্যসচিব ছিলেন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন