হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

শুধু আনুষ্ঠানিকতাই বাকি ছিল। রানির নিয়োগের মাধ্যমে সেটাও সম্পন্ন হলো। আজ মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে নিয়োগ দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এর মধ্য দিয়ে তিনি হলে ব্রিটেনের তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত এক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, লিজ ট্রাসকে রানি দ্বিতীয় এলিজাবেথ নতুন প্রশাসন গঠনের অনুরোধ করেছেন। সোমবার চূড়ান্ত ফলাফলে ঋষি সুনাককে পরাজিত করা লিজ ট্রাস রানির এই প্রস্তাবে রাজি হয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানির স্বাস্থ্য নিয়ে অনেকেই দুর্ভাবনায় ছিলেন। কিন্তু লিজ ট্রাসের সঙ্গে তাঁর সাক্ষাতের যে ছবি প্রকাশ হয়েছে, তাতে রানিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তিনি নতুন প্রধানমন্ত্রীকে হাসিমুখের বরণ করেছেন। লিজ ট্রাস রানির প্রস্তাবে সাড়া দিয়ে রেওয়াজ অনুযায়ী রানির হাতে চুমু খেয়ে তাতে সম্মতি প্রকাশ করেন। 

মঙ্গলবার লিজ ট্রাস রানির সঙ্গে দেখা করতে স্কটল্যান্ডে যান। সেখানে যুক্তরাজ্যের রীতি অনুযায়ী সর্বশেষ আনুষ্ঠানিকতা হিসেবে রানি তাঁকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে নতুন প্রশাসন গঠনের অনুরোধ করার কথা। সে অনুযায়ী রানি তাঁকে প্রস্তাব করেন এবং লিজ ট্রাসও তাতে সম্মতি দেন। এর মধ্য দিয়ে সর্বশেষ আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো। এর আগেই অবশ্য প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান বরিস জনসন।

পার্লামেন্ট সদস্যদের অনাস্থার জেরে বরিস জনসনের বিদায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বশূন্য হলে এর জন্য নির্বাচন হয়। কয়েক সপ্তাহ ধরে চলা এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে পরাজিত করে শেষ পর্যন্ত বিজয়ী হন লিজ ট্রাস।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন