হোম > বিশ্ব > ইউরোপ

ভিঞ্চির বংশধরের খোঁজ মিলেছে

অনলাইন ডেস্ক

ইউরোপের রেনেসাঁ যুগের কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার কারিগর। চিত্রশিল্পীর পরিচয় ছাড়াও তিনি একাধারে বিজ্ঞানী, প্রকৌশলী ও স্থপতি। ১৫১৯ সালে মারা যান ভিঞ্চি। প্রতিভাবান এই চিত্রশিল্পীর বংশগত প্রোফাইল তৈরি করতে কয়েক দশক ধরেই কাজ করে আসছেন এক দল গবেষক। ভিঞ্চি বিয়ে করেননি। ফলে তাঁর পরের প্রজন্ম নিয়ে সহজে বিস্তারিত জানা যায় না। তবে এবার ইতালিতে ভিঞ্চির ১৪ জন জীবিত বংশধরের খোঁজ মিলেছে। হিউম্যান ইভোলিউশন জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ভিঞ্চির বংশগত প্রোফাইল তৈরি করতে কাজ করছেন ইতিহাসবিদ আলেসান্দ্রো ভেজ্জোসি ও আগ্নেসো সাবাতো। খোঁজ পাওয়াদের বয়স ১ থেকে ৮৫ বছরের মধ্যে বলে জানান তারা। এবার এদের ডিএনএ সংগ্রহ করে ‘ওয়াই’ ক্রোমোসোম নিয়ে গবেষণা করা হবে। ক্রোমোসোমটি সাধারণত বাবার দেহ থেকে ছেলের দেহে আসে। এটি ২৫ প্রজন্ম পর্যন্ত প্রায় অপরিবর্তিত থাকে। বিখ্যাত এ চিত্রশিল্পীর প্রতিভা নিয়ে রহস্যের কিনারা করতেই এ ধরনের গবেষণায় হাত দেন দুই ইতিহাসবিদ। 

ভিঞ্চির আগের ও পরের ২১ প্রজন্মের পুরুষদের তালিকা করার কাজ সম্পন্ন হয়েছে। সবার ওপরে রাখা হয়েছে তাঁর দাদাকে, যার জন্ম ১৩৩১ সালে। ইতিমধ্যেই এদের অনেকের কবর থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এর আগে ২০১৬ সালে ভিঞ্চির ৩৫ জন জীবিত বংশধরের খোঁজ পাওয়া যায়। এদের মধ্যে ছিলেন সিনেমা নির্মাতা ফ্রাঙ্কো জেফেরেলি। কিন্তু তারা পুরুষানুক্রমে জন্ম নেওয়া নয়। ফলে তাদের ডিএনএতে যে ‘ওয়াই’ ক্রোমোসোম পাওয়া যাবে সেগুলো ভিঞ্চির সঙ্গে মিলবে না। এতে যথাযথ তথ্য পাওয়া সম্ভব নয় বলে আবারও সন্ধান শুরু হয়। 

অবশেষে খোঁজ মিলেছে ১৪ জনের। আলেসান্দ্রো ভেজ্জোসি জানান, ভিঞ্চি যেখানে থাকতেন এই ১৪ জন এখন আর সেই এলাকায় থাকেন না। পাশের এলাকায় থাকেন। তাঁরা সাধারণ চাকরি করেন।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন