হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়াকে হারাতে হ্যাকারদের পাশে চায় ইউক্রেন

ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপের কোনো দেশে বড় হামলা। রাশিয়াকে এই যুদ্ধে হারাতে হ্যাকারদের স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তি মিশন পরিচালনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে সাহায্য করতে হ্যাকারদেরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউক্রেন। 

বৃহস্পতিবার সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন হ্যাকার ফোরামে সরকারের পক্ষ থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ইউক্রেনীয় সাইবার কমিউনিটি আমাদের দেশের প্রতিরক্ষায় অবদান রাখার সময় এসেছে। ওই পোস্টে হ্যাকারদের গুগল ডক্সের মাধ্যমে একটি আবেদন করতে বলা হয়। সেখানে হ্যাকারদের বিশেষত্ব উল্লেখ করতে বলা হয়। 

কিয়েভের একটি সাইবার সিকিউরিটি কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ইয়েগর আউশেভ রয়টার্সকে জানান, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার অনুরোধে পোস্টটি লেখেন। 

ইউক্রেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা দিয়ে থাকে ইয়েগর আউশেভের কোম্পানি। 

এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আরেকজন জানান, বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই অনুরোধ আসে। 

এ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ওয়াশিংটনে ইউক্রেনের দূতাবাসের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন যে তিনি মোবাইল মেসেজিং প্ল্যাটফর্মের টেলিগ্রামে পাঠানো পোস্টগুলো নিয়ে তথ্য নিশ্চিত বা অস্বীকার করতে পারবেন না।

আউশেভ জানান, স্বেচ্ছাসেবকদের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক সাইবার ইউনিটে বিভক্ত করা হবে। প্রতিরক্ষামূলক ইউনিটটি বিদ্যুৎকেন্দ্র ও পানি ব্যবস্থাপনার মতো অবকাঠামো রক্ষার জন্য নিযুক্ত করা হবে। ২০১৫ সালে রাশিয়ার সাইবার আক্রমণে ২ লাখ ২৫ হাজার ইউক্রেনীয় বিদ্যুৎ হারিয়েছিল।

আউশেভ বলেছেন, আক্রমণাত্মক স্বেচ্ছাসেবক ইউনিট ইউক্রেনের সামরিক বাহিনীকে আক্রমণকারী রাশিয়ান বাহিনীকে গুপ্তচরবৃত্তি অভিযান পরিচালনা করতে সহায়তা করবে।

গত বুধবার ইউক্রেনে ধ্বংসাত্মক সফটওয়্যার ছড়িয়ে পড়েছে। এমন তথ্য জানিয়েছেন সাইবার সিকিউরিটি ফার্ম ইএসইটির গবেষকেরা। আর এর জন্য সন্দেহ করা হচ্ছে রাশিয়াকে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন