অনলাইন ডেস্ক
শরীরের উচ্চতা দিয়ে দুজনই বিশ্ব রেকর্ড গড়েছেন। এবার গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডের ৭০ তম সংস্করণেও ‘আইকন’ হিসেবে সম্মানিত করা হয়েছে তাঁদের দুজনকে। বিশ্বখ্যাত এই দুই নারীর মধ্যে রুমেইসা গেলিগো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নারীর স্বীকৃতি পেয়েছেন আর জ্যোতি আমগে হলেন পৃথিবীর সবচেয়ে খাটো নারী।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দিবস-২০২৪’ উদ্যাপন করতে গিয়ে জ্যোতি এবং রুমেইসার মধ্যে দেখা হয়ে গেছে। গত ১৩ নভেম্বর পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম এবং খাটো নারীর মধ্যে দেখা হওয়ার মতো বিরল ওই ঘটনাটির সাক্ষী হয়েছেন অনেকেই।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে, সেদিন বিকেলে একটি বৈকালিক চা আড্ডায় মিলিত হয়েছিলেন দীর্ঘতম নারী রুমেইসা এবং ক্ষুদ্রতম নারী জ্যোতি। লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত দ্য স্যাভয় হোটেলে তাঁরা একে অপরের মুখোমুখি হন। পরে তাঁরা সুস্বাদু চা এবং পেস্ট্রি উপভোগ করেন।
পুরো বিষয়টিকে ‘গার্লস ডে আউট’ বলে আখ্যা দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। রুমেইসা এবং জ্যোতি দুজনই এই মাহেন্দ্রক্ষণটির জন্য অপেক্ষা করছিলেন।
রেকর্ড অনুযায়ী, বর্তমান বিশ্বে বেঁচে থাকা সবচেয়ে দীর্ঘ নারী রুমেইসা গেলিগোর ২১৫ দশমিক ১৬ সেন্টিমিটার। ইঞ্চির মাপে এই উচ্চতা প্রায় ৭ ফুট শূন্য দশমিক সাত ইঞ্চি। অন্যদিকে জ্যোতি হলেন পৃথিবীর সবচেয়ে খাটো জীবিত নারী। গত এক দশক ধরে তিনি এই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। জ্যোতির উচ্চতা মাত্র ৬২ দশমিক ৮ সেন্টিমিটার বা ২ ফুট শূন্য দশমিক সাত ইঞ্চি।
উচ্চতার হিসেবে দুজনের মধ্যে ঠিক পাঁচ ফুট ব্যবধান থাকার পরও সাক্ষাতে জ্যোতি এবং রুমেইসা খুব দ্রুত বন্ধু হয়ে ওঠেন। তাঁরা একটি ঐতিহ্যবাহী ইংলিশ চায়ে চুমুক দিতে দিতে নিজেদের অভিজ্ঞতা এবং ফ্যাশন ও স্বাস্থ্য নিয়ে দারুণ সৌহার্দ্যপূর্ণ একটি আড্ডা দেন।
বিরল এই সাক্ষাতের বিষয়ে রুমেইসা গিনেস কর্তৃপক্ষকে বলেন, ‘প্রথমবার জ্যোতির সঙ্গে দেখা হওয়াটা দারুণ ছিল। তিনি সবচেয়ে সুন্দর নারী। আমি অনেক দিন ধরে তাঁর সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলাম।’
নিজের অভিজ্ঞতার বিষয়ে জ্যোতি বলেন, ‘আমি ওপরের দিকে তাকিয়ে আমার চেয়ে লম্বা লোকদের দেখেই অভ্যস্ত। কিন্তু আজ আমি ওপরের দিকে তাকিয়ে পৃথিবীর সবচেয়ে লম্বা নারীকে দেখে খুব খুশি হয়েছি।’
রুমেইসা জানিয়েছেন, জ্যোতির সঙ্গে তিনি নিজেদের শখ নিয়ে কথা বলার পাশাপাশি মেক-আপ এবং রূপচর্চা নিয়েও দুর্দান্ত আড্ডা মেরেছেন।