অনলাইন ডেস্ক
ঢাকা: করোনাভাইরাসের টিকা সংগ্রহ ও বিতরণে আন্তর্জাতিক প্রকল্প কোভ্যাক্সে আরও ১০ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি। পাশাপাশি দরিদ্র দেশগুলোকে সরাসরি তিন কোটি ভ্যাকসিন দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি।
আজ শুক্রবার জি২০ সামিটের পর এক সংবাদ সম্মেলনে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এমনটি জানিয়েছেন ।
মের্কেল বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকাকে আরও শক্তিশালী করতে চাই। এ নিয়ে আগামী দিনে বিশ্বনেতারা বৈঠকে বসবেন বলেও আশা প্রকাশ করেন জার্মানির চ্যান্সেলর।