হোম > বিশ্ব > ইউরোপ

করোনার কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ছে লাফিয়ে। সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ আরোপ করছে বিভিন্ন দেশ। নিউজিল্যান্ডেও সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর এই বিধিনিষেধের কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আজ রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জেসিন্ডা আরডার্ন। খবর রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনে নয়জন শনাক্ত হন। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে বিয়ের অনুষ্ঠান সেরে বিমানে করে সাউথ আইল্যান্ডের নেলসনে ফেরে একটি পরিবার। পরে ওই পরিবার ও তাদের ভ্রমণ করা ফ্লাইটের একজন অ্যাটেনডেন্টের করোনা শনাক্ত হয়। এ ঘটনায় সংক্রমণ রোধে নিউজিল্যান্ডে স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জেসিন্ডা আরডার্ন বলেন, ‘সংক্রমণ প্রতিরোধে আরও বেশি মানুষকে মাস্ক পরতে হবে। বার ও রেস্টুরেন্টগুলোতে এবং বিয়ের মতো ঘরোয়া অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। এমনকি এসব ভেন্যুতে যদি টিকার পাস ব্যবহার করা না হয়, তাহলে উপস্থিতির এই সীমা ২৫ জনে নেমে আসবে। আমার বিয়ের অনুষ্ঠানও হচ্ছে না।’    

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম