বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ছে লাফিয়ে। সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ আরোপ করছে বিভিন্ন দেশ। নিউজিল্যান্ডেও সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর এই বিধিনিষেধের কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
আজ রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জেসিন্ডা আরডার্ন। খবর রয়টার্সের।
জেসিন্ডা আরডার্ন বলেন, ‘সংক্রমণ প্রতিরোধে আরও বেশি মানুষকে মাস্ক পরতে হবে। বার ও রেস্টুরেন্টগুলোতে এবং বিয়ের মতো ঘরোয়া অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। এমনকি এসব ভেন্যুতে যদি টিকার পাস ব্যবহার করা না হয়, তাহলে উপস্থিতির এই সীমা ২৫ জনে নেমে আসবে। আমার বিয়ের অনুষ্ঠানও হচ্ছে না।’