অনলাইন ডেস্ক
রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্যের ইয়র্ক শহরে সফরের সময় এমন ঘটনা ঘটেছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
রাজা চার্লস ও ক্যামিলাকে অভ্যর্থনা জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় করে স্থানীয়রা। এ সময় ঘটনাটি ঘটে। পরে পুলিশ ওই বিক্ষোভকারীকে আটক করে।
আটক ওই ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বয়স ২৩ বছর। তাঁদের লক্ষ্য করে পাঁচটি ডিম ছোড়েন ওই শিক্ষার্থী। জানিয়েছে বিবিসি। পাঁচটি ডিম ছুড়লেও একটিও রাজা চার্লস ও কুইন কনসর্টের শরীরে লাগেনি।
বিবিসির খবরে বলা হযেছে, ২৩ বছর বয়সী ওই যুবককে ডিম ছোড়ার সময় চিৎকার করতে শোনা যায়। তিনি চিৎকার করে বলেন, ‘এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।’
এমন অবস্থায়ও সেখানে থাকা জনগণকে শুভেচ্ছা জানাতে থাকেন রাজা চার্লস ও কুইন কনসর্ট। স্থানীয় নেতাদের সঙ্গে করমর্দনও করেন। ক্যামিলাকে কিছুটা অপ্রস্তুত দেখালেও পরে নিজেকে সামলে নেন।
প্রসঙ্গত, ইয়র্ক শহরে চার্লস ও ক্যামিলার বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সেখানে গিয়েছিলেন।