হোম > বিশ্ব > ইউরোপ

চার্লসের দিকে ডিম ছুড়ে শিক্ষার্থী বললেন, তিনি আমার রাজা নন 

অনলাইন ডেস্ক

রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্যের ইয়র্ক শহরে সফরের সময় এমন ঘটনা ঘটেছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

রাজা চার্লস ও ক্যামিলাকে অভ্যর্থনা জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় করে স্থানীয়রা। এ সময় ঘটনাটি ঘটে। পরে পুলিশ ওই বিক্ষোভকারীকে আটক করে।

আটক ওই ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বয়স ২৩ বছর। তাঁদের লক্ষ্য করে পাঁচটি ডিম ছোড়েন ওই শিক্ষার্থী। জানিয়েছে বিবিসি। পাঁচটি ডিম ছুড়লেও একটিও রাজা চার্লস ও কুইন কনসর্টের শরীরে লাগেনি।

বিবিসির খবরে বলা হযেছে, ২৩ বছর বয়সী ওই যুবককে ডিম ছোড়ার সময় চিৎকার করতে শোনা যায়। তিনি চিৎকার করে বলেন, ‘এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।’

এ সময় অভ্যর্থনা অনুষ্ঠানে থাকা কয়েকজন চিৎকার করে বলেন, ‘রাজাকে সৃষ্টিকর্তা রক্ষা করুক’। আবার অনেকে ‘নিপাত যাও’ বলেও চিৎকার করে ওঠেন।

এমন অবস্থায়ও সেখানে থাকা জনগণকে শুভেচ্ছা জানাতে থাকেন রাজা চার্লস ও কুইন কনসর্ট। স্থানীয় নেতাদের সঙ্গে করমর্দনও করেন। ক্যামিলাকে কিছুটা অপ্রস্তুত দেখালেও পরে নিজেকে সামলে নেন।

প্রসঙ্গত, ইয়র্ক শহরে চার্লস ও ক্যামিলার বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সেখানে গিয়েছিলেন।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন