Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

ইয়টের আতশবাজিতে গ্রিসের দ্বীপে দাবানল, গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক

ইয়টের আতশবাজিতে গ্রিসের দ্বীপে দাবানল, গ্রেপ্তার ১৩

গ্রিসের দ্বীপ হাইড্রার পাইন বনে দাবানলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, একটি ইয়ট থেকে ছোড়া আতশবাজি থেকেই দাবানল সৃষ্টি হয়েছিল হাইড্রা দ্বীপে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গ্রিক কর্মকর্তারা গত শুক্রবারের দাবানল সম্পর্কে বলেছেন যে, এথেন্সের দক্ষিণে অবস্থিত বিখ্যাত পর্যটন দ্বীপ হাইড্রার একমাত্র পাইন বন দাবানলে পুড়ে গেছে। অনেক চেষ্টার পর দাবানলটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সৈকতে যাওয়ার রাস্তা না থাকায় দমকল কর্মীদের সমুদ্রপথেই হাইড্রায় প্রবেশ করতে হয়েছিল। হেলিকপ্টারগুলো ওপর থেকেই পানি ঢেলেছে।

গতকাল শনিবার একটি বিবৃতিতে গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে যে, গ্রেপ্তার হওয়া ১৩ জনের সবাই গ্রিক নাগরিক এবং রোববার তাদের কৌঁসুলিদের সামনে হাজির করা হবে। বিবৃতিতে ইয়টের উল্লেখ করা হয়নি।

চলতি বছরে তাপপ্রবাহে বেশ কয়েকবার দাবানল হয়েছে গ্রিসে। এর মধ্যে আতশবাজি থেকে আরেকটি দাবানলের ঘটনায় গ্রিস জুড়ে ক্ষোভ দেখা দিয়েছে।

হাইড্রার মেয়র জিওরগোস কৌকোডাকিস গ্রিক সম্প্রচারমাধ্যম ইআরটিকে বলেন, ‘কিছু লোক দায়িত্বজ্ঞানহীনভাবে একটি পাইন বনে আতশবাজি নিক্ষেপ করায় আমরা ক্ষুব্ধ।’

সামাজিক প্ল্যাটফর্মগুলোতে চলছে এ ঘটনার নিন্দা। ‘মস্তিষ্কের চেয়ে যে ধনী লোকদের টাকা বেশি’ তারাই এ ধরনের কাজ করে বলে ক্ষোভ জানিয়েছেন এক ব্যক্তি।

শুষ্ক আবহাওয়া, প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় গত মঙ্গলবার থেকেই গ্রিসে দাবানলের ব্যাপারে উচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে। পুরো গ্রীষ্মজুড়ে এ ধরনের পরিস্থিতি বিরাজ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত শুক্রবার ৫৫ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক দমকলকর্মী পেলোপনিস উপদ্বীপের ইলিয়ার দক্ষিণাঞ্চলে আগুনের বিরুদ্ধে লড়তে গিয়ে আহত হয়ে পরে মারা যান।

গ্রীষ্মকালীন দাবানল ভূমধ্যসাগরীয় দেশ গ্রিসের জন্য সাধারণ ঘটনা। কিন্তু গ্রীষ্মকালগুলো এখন ক্রমেই আরও উত্তপ্ত ও শুষ্ক হয়ে ওঠায় দাবানলগুলোও হয়ে উঠেছে বেশি ধ্বংসাত্মক। জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটি হচ্ছে বলে মত বিজ্ঞানীদের।

ট্রাম্পের শাসনে উল্টোরথে যুক্তরাষ্ট্র, ইউরোপজুড়ে উদ্বেগ

ইউক্রেনে সহায়তার চেয়ে রাশিয়ার তেল-গ্যাস কিনতে বেশি খরচ করেছে ইউরোপ

জার্মান পার্লামেন্ট নির্বাচনে জয়ী রক্ষণশীল জোট, চ্যান্সেলর হতে যাচ্ছেন ফ্রেডরিক মের্ৎস

বোমা হামলার হুমকি: রোমে মার্কিন ফ্লাইটের জরুরি অবতরণ

শান্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত জেলেনস্কি

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা

ইউক্রেনের পাশে দাঁড়াতে ইউরোপীয় নেতারা কিয়েভ যাচ্ছেন কাল

ট্রাম্প–মোদিকে প্রশংসায় ভাসালেন, বামপন্থীদের একহাত নিলেন জর্জিয়া মেলোনি

জার্মানির নির্বাচন আজ: জয়ের আশা রক্ষণশীলদের, শক্ত অবস্থানে মাস্ক সমর্থিত দল

ইউরোপে জব্দ ৩০০ বিলিয়ন ডলার ইউক্রেন পুনর্গঠনের ব্যয়ে রাজি হতে পারে রাশিয়া