অনলাইন ডেস্ক
রাশিয়ার গোয়েন্দারা জানিয়েছে, মস্কোর উপকণ্ঠে একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।
শুক্রবার ক্রোকাস সিটি হলে এ হামলায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।
ফেডারেল সিকিউরিটি সার্ভিস এসব তথ্য জানিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, গুলি এবং বিস্ফোরণের পর আগুন কমপ্লেক্সের ছাদকে গ্রাস করেছে । কনসার্টে অংশগ্রহণকারীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি করছেন।
রাশিয়ান বিশেষ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। রাশিয়ার ন্যাশনাল গার্ড বন্দুকধারীদের খুঁজছে।
কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষয়টি অবহিত করা হয়েছে ।
হোয়াইট হাউস বলেছে, তারা পরিস্থিতি সম্পর্কে আরও জানতে কাজ করছে।