Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

মার্কিন নাগরিক গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত, রুশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে জটিলতা

অনলাইন ডেস্ক

মার্কিন নাগরিক গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত, রুশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে জটিলতা

রাশিয়ার কারাগারে থাকা মার্কিন নাগরিককে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করা হয়েছে। মস্কোর আদালতকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই সিদ্ধান্ত মার্কিনিদের ফেরাতে দেনদরবারে থাকা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক কিছুটা জটিলতা সৃষ্টি করল।

সিএনএন বলছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে কোনো উচ্চ পর্যায়ের বা প্রভাবশালী কোনো রুশ গুপ্তচর না থাকায় দেনদরবারের দেশটির কোনো জোর নেই। তাই বহিঃশক্তির সাহায্যের প্রয়োজন বোধ করছে ওয়াশিংটন। 

এক রুশ কর্মকর্তাকে ঘুষ দেওয়ার দায়ে কারাদণ্ড ভোগ করছেন রুশ বংশোদ্ভূত আমেরিকান জিন স্পেক্টার। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বিচারিক হেফাজতে নেওয়া হয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী তাঁর ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে। 

স্পেক্টারের জন্ম ও বেড়ে ওঠা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান ও সেখানকার নাগরিকত্ব পান। তিনি ক্যানসারের ওষুধ নির্মাতা মেডপলিমারপ্রম গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। 

তাসের তথ্য অনুসারে, ২০২০ সালে স্পেক্টারের বিরুদ্ধে রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আরকাদি দভোরকোভিচের সাবেক সহকারী আনাস্তাসিয়া আলেকসেয়েভাকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। তাঁকে থাইল্যান্ড ও ডমিনিকান রিপাবলিকে ভ্রমণসহ ৪০ লাখ রুবেলের (৪৩ হাজার ডলার) বেশি ঘুষ দেওয়া হয়েছিল। 

মস্কোতে আমেরিকান দূতাবাসের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, আমেরিকার ওই নাগরিক আগে থেকে কারাগারে ছিলেন বলে তাঁরা জানতেন। নতুন অভিযোগ নিয়ে তাঁদের কিছু জানা নেই। স্পেক্টারকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে—যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ধারণার কোনো ইঙ্গিত নেই। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, রাশিয়ায় আমেরিকান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্র অবহিত। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ মুহূর্তে এর বেশি মন্তব্য নেই। 

গত বছর ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ওপর হামলা চালানোর কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন বেড়ে যায়। নতুন ঘটনায় আটক আরও দুই আমেরিকান নাগরিককে মুক্ত করার প্রক্রিয়া জটিল হয়ে গেল। 

গত মার্চে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চার বছর ধরে কারাগারে আছেন পল হোয়েলান। এই দুজনকে ‘অন্যায়ভাবে শাস্তি’ দেওয়া হয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাঁদের দেশে ফেরাতে কাজ করছে বাইডেন প্রশাসন। 

সিএনএন এক সূত্রের বরাত দিয়ে বলেছে, হোয়েলানকে রাশিয়ার এক প্রত্যন্ত কারাগারে রাখা হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই কূটনীতিক হোয়েলানকে বলেছেন, ‘ভরসা রাখুন। আমরা যত শিগগির সম্ভব আপনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি।’ 

এ নিয়ে দ্বিতীয়বার হোয়েলানের সঙ্গে কথা বললেন ব্লিঙ্কেন। এর আগে গত বছর ৩০ ডিসেম্বর তাঁদের কথা হয়।

ইউরোপে আশ্রয়: আবেদনের তালিকায় বাংলাদেশিদের রেকর্ড

জার্মানিতে ‘নগ্ন সৈকতে’ পোশাক পরা ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষণা

ইউক্রেন সবচেয়ে বড় পরীক্ষা, শান্তিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ সংসদে স্টারমার

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

ওয়াশিংটন-কিয়েভ বিচ্ছেদে নয়া স্বপ্ন মস্কোর

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ