হোম > বিশ্ব > ইউরোপ

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

আজকের পত্রিকা ডেস্ক­

ওপরে বাম দিক থেকে ঘড়ির কাঁটার দিকে: মার্ক জেনার ওরফে ‘মার্ক ক্যাসিডি’; মার্ক কেনেডি ওরফে ‘মার্ক স্টোন’; ‘মার্কো জ্যাকবস’; জন ডাইনস ওরফে ‘জন বার্কার’; জিম বয়লিং ওরফে ‘জিম সাটন’; কার্লো সোরাচি ওরফে ‘কার্লো নেরি’; ‘লিন ওয়াটসন’; বব ল্যামবার্ট ওরফে ‘বব রবিনসন’। ছবি: দ্য গার্ডিয়ান

রাজনীতিকদের গোপন তথ্য জানতে প্রায় তিন দশক ধরে বহু নারীর সঙ্গে প্রতারণা করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা পুলিশ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে।

গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, রাজনৈতিক কোনো দল বা ব্যক্তির ওপর নজরদারি করতে খুঁজে বের করা হতো তাঁদের নারী বন্ধু, সহকর্মী বা পরিবারের নারী সদস্যদের। এরপর নিজের পরিচয় গোপন করে টার্গেট করা ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেন পুলিশ সদস্যরা। এমনকি যৌন সর্ম্পকেও জড়িয়ে পড়তেন। জ্যাকি নামে ভুক্তভোগী এক নারী মুখ খুলেছেন গার্ডিয়ানের কাছে। তিনি বলেন, বব ল্যামবার্ট নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তাঁদের সন্তান জন্মের পর হঠাৎ বিদেশ চলে যান বব। বলে যান, এই মুহূর্তে দেশ ছেড়ে পালাতে না পারলে তাঁকে গ্রেপ্তার হতে হবে। সেই ঘটনার ২০ বছর পর জ্যাকি জানতে পারেন তাঁর সন্তানের বাবা নিজেই পুলিশ।

এখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সরকারি মদদে এ ধরনের কর্মকাণ্ডকে ঘৃণ্য বলে আখ্যা দিচ্ছেন নেটিজেন ও বিশ্লেষকেরা। এ ইস্যুতে ব্যাপক জনরোষের মুখে তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে ব্রিটেন সরকার।

ব্রিটিশ পুলিশও স্বীকার করেছে এ অভিযোগ। তাঁদের কেউ কেউ জানান, লিঙ্গবৈষম্য আর নারীবিদ্বেষী মনোভাবেরই ফসল এমন অপমানজনক, প্রতারণামূলক ও কৌশলী অভিযান। অভিযানের তদারকিতে থাকা কর্মকর্তারাও এসব জানতেন বলে জানিয়েছেন তাঁরা। মূলত ১৯৬৮ সালে শুরু হয় তদন্তের নামে এই ঘৃণ্য চর্চা। অব্যাহত ছিল ২০১০ সাল পর্যন্ত। এখন পর্যন্ত জানা গেছে জড়িত ২৫ জন কর্মকর্তার নাম। যাদের মধ্যে দু’জন আবার নারী। দীর্ঘ ৩০ বছরে দু’টি স্কোয়াডের অধীনে ১ হাজারটির বেশি রাজনৈতিক গোষ্ঠীর ওপর এ ধরনের গুপ্তচরবৃত্তি চালিয়েছেন ১৩৯ জন কর্মকর্তা।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন