হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে ফিরল রাশিয়া

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে আবারও অংশগ্রহণ করতে যাচ্ছে তারা। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দিন আগে ইউক্রেন থেকে সারা বিশ্বে শস্য রপ্তানির চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেও তাঁরা আবারও সেই চুক্তিতে অংশগ্রহণ করবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাশিয়া কৃষ্ণ সাগরে ক্রিমিয়ার বন্দর সেভাস্তোপোলের নিকটবর্তী রুশ নৌবহরে ড্রোন হামলায় ইউক্রেনের হাত রয়েছে—এমন অভিযোগ এনে শস্য রপ্তানি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে মস্কো। পরে অবশ্য মস্কো জানিয়েছিল—রাশিয়া কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে হামলার বিষয়টি তদন্ত সাপেক্ষে চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করবে। 

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান ফেডারেশন বিবেচনা করছে যে—এই মুহূর্তে যেসব নিরাপত্তা গ্যারান্টিগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট এবং আমরা আবারও চুক্তির বাস্তবায়ন শুরু করতে পারি।’ 

এর আগে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছিলেন—রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরকে জানিয়েছিলেন, গত ২২ জুলাই তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানি করতে যে চুক্তি করা হয়েছিল তা আজ বুধবার থেকে পুনরায় কাজ কার্যকর হবে। এরদোয়ান বলেছিলেন, ‘আজ বুধবার দুপুর ১২টা থেকেই আগের মতোই শস্য রপ্তানি চুক্তি কার্যকর হবে।’ 

এরদোয়ান গতকাল মঙ্গলবার বলেছিলেন, ‘রাশিয়া একটু দ্বিধান্বিত আচরণ করছে, কারণ শস্য চুক্তি থেকে তারা সমান সুবিধা তুলে নিতে পারেনি। তারপরও আমরা মানবতার সেবায় আমাদের সংকল্পে আমরা অনড়।’ 

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম