হোম > বিশ্ব > ইউরোপ

এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে থাকবেন ন্যাটোপ্রধান

তৃতীয় মেয়াদে নির্বাচিত তুর্কি প্রেসিডেন্ট রিসেচ তাইয়েপ এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন ন্যাটোর প্রধান। 

আজ শুক্রবার পশ্চিমা এই সামরিক জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। 

ন্যাটো জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে বৈঠকও করবেন জোটপ্রধান জেনস স্টোলটেনবার্গ। 

সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে তুরস্কের আপত্তি শুরু থেকেই। তবে সাম্প্রতিক সময়ে এ নিয়ে এরদোয়ানের ওপর চাপ বাড়ছে। এরদোয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফোনকল করে অভিনন্দন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময়ই সুইডেনের বিষয়টি তোলেন বাইডেন। এরদোয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ বিলিয়ন ডলারের এফ-১৬ যুদ্ধবিমান কেনার বিষয়টিও সে সময় উত্থাপন করেন। এই সামরিক ক্রয় চুক্তিটি কংগ্রেসে বেশ কিছুদিন ধরে ঝুলে আছে। 

এদিকে গতকাল বৃহস্পতিবার স্টোলটেনবার্গ বলেন, সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি তিনি শিগগিরই আঙ্কারা ভ্রমণ করবেন। 

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে গত ২৮ মে দ্বিতীয় দফার ভোটে বিজয়ী হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফলে টানা ২০ বছর রাষ্ট্রপ্রধান থাকার রেকর্ড করতে যাচ্ছেন তিনি।

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন