Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে আরও ৬৮ কোটি ডলার সহায়তা দেবে সুইডেন 

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে আরও ৬৮ কোটি ডলার সহায়তা দেবে সুইডেন 

ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম ও অস্ত্র কেনার জন্য নগদ অর্থসহ ৬৮ কোটি ডলারের সামরিক সহায়তা তহবিল বরাদ্দ করেছে সুইডেন। আজ মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এ নিয়ে ১৫তম বারের মতো ইউক্রনের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ করল সুইডেন। আজ পর্যন্ত এটি সুইডেনের দেওয়া সবচেয়ে বড় আর্থিক প্যাকেজ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ অভিযান শুরুর পর নরডিক দেশটি মোট ২৮৮ কোটি ১৬ লাখ ৬১ হাজার ডলারের সহায়তা সরবরাহ করেছে।

সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইউক্রেনকে যত দিন প্রয়োজন, তত দিন সমর্থন দিয়ে যাব।’

এই প্যাকেজে ১৯ কোটি ২১ লাখ ডলার সমমূল্যের গোলাবারুদসহ অ্যান্টি–এয়ারক্রাফট আর্টিলারি ও রাইফেল রয়েছে বলে জানায় সুইডেন। এর মধ্যে সামুদ্রিক আক্রমণকারী জাহাজ ও অন্যান্য জাহাজ এবং মাইন এবং সাবসি ড্রোনের মতো ডুবো অস্ত্রও রয়েছে।

এই প্যাকেজের অংশ হিসেবে সুইডেন আন্তর্জাতিক ইউক্রেন তহবিলের মাধ্যমে সরঞ্জাম কেনার জন্য নগদ অর্থ সরবরাহ করবে। এ ছাড়া প্রায় ১০টি নতুন সাঁজোয়া যুদ্ধযান কেনার জন্য ৯ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ডলার সরবরাহ করছে দেশটি। এ যুদ্ধ যানগুলো ২০২৬ সাল নাগাদ ইউক্রেনকে সরবরাহ করা হবে।

ইউক্রেনকে সামরিক-আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া

মার্কিন–ইউরোপ সম্পর্কে উত্তেজনা, যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-ইউরোপ সংকট ঘনীভূত, ট্রাম্প-জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় ইঙ্গিত

কোকেনসেবী ভাঁড় জেলেনস্কির মুখের ওপর সত্য বলেছেন ট্রাম্প: মেদভেদেভ

ইউক্রেনের নিরাপত্তা: যুক্তরাষ্ট্রের বিকল্প হবে ইউরোপ?

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন, বৈঠকে জেলেনস্কিকে চেপে ধরেছেন ট্রাম্প

সম্পর্ক মেরামতে ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক

নিরাপত্তা নিশ্চয়তা না দিয়েই ইউক্রেনের খনিজ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির

যুক্তরাজ্যে ভিসা আবেদনকারীদের সার্বক্ষণিক সহায়তা দেবে ভিএফএস গ্লোবালের এআই চ্যাটবট

ইউক্রেনে ইউরোপীয় বাহিনীর উপস্থিতি: ট্রাম্পের হ্যাঁ, পুতিনের না