Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

সুইডিশ রাজনীতিবিদদের বাধায় নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না ৩ দেশ

সুইডিশ রাজনীতিবিদদের বাধায় নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না ৩ দেশ

বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলের বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না তিন দেশ। সুইডেনের রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে নোবেল কর্তৃপক্ষ। শনিবার নোবেল ফাউন্ডেশন বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, চলতি বছরে স্টকহোমে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানাবে না। আগের বছরেও রাশিয়া এবং বেলারুশকে নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। 

এর আগে নোবেল কমিটি জানিয়েছিল, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা এই তিনটি দেশকে আমন্ত্রণ জানাবে। প্রতিষ্ঠানটি বলেছিল, দেশগুলো যদি নোবেল পুরস্কারের মূল্যবোধের সঙ্গে একমত নাও হয় তারপরও তারা দেশগুলোকে আমন্ত্রণ জানাবে। 

নোবেল কমিটির এমন বক্তব্যের পর সুইডিশ রাজনৈতিক দলগুলো এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমনকি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দেয়। পরে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে সিদ্ধান্ত পাল্টায় নোবেল কমিটি। 
 
শনিবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সুইডিশদের তরফ থেকে তীব্র বাধা পেয়েছি, আমরা তাদের এই বাধাকে আমলে নিচ্ছি। তাই আমরা গত বছরের সিদ্ধান্তের পুনরাবৃত্তিরই সিদ্ধান্ত নিয়েছি—আমরা রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে স্টকহোমের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব না।’

প্রতিবছর সাধারণত অক্টোবরের শুরুর দিকে নোবেলর ৬টি ক্যাটাগরির মধ্যে পাঁচটির জয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ডিসেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পদক এবং অর্থ পুরস্কার তুলে ধরা হয়। তবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আলাদাভাবে এবং এর অনুষ্ঠান হয় নরওয়ের অসলোতে। উল্লেখ্য, নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের কীভাবে মনোনয়ন দেওয়া হয় সে বিষয়টি পরবর্তী ৫০ বছর গোপন রাখা হয়।

পুতিন ও উইটকফের সাক্ষাতে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার প্রসঙ্গ

যে কারণে পোপ ফ্রান্সিসকে ভ্যাটিকানে সমাহিত করা হবে না

ভূখণ্ড ছাড়তে ‘রাজি’ ইউক্রেন, ট্রাম্প-পুতিনের অনুকূলে যুদ্ধবিরতি কি হয়েই যাচ্ছে

মস্কোর উপকণ্ঠে গাড়িবোমায় উড়ে গেলেন রুশ জেনারেল

লন্ডনে সুপারশপ থেকে চুরির মাল বিক্রি হচ্ছে সস্তায়, আড়াই কোটি টাকার পণ্য উদ্ধার

পুতিন থামো—কিয়েভে বড় হামলার পর ট্রাম্পের হুংকার

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

রাজকীয় ছবিতে মাথায় দিয়ে টায়রা—প্রিন্সেস ইসাবেলার হাতে কী

বাংলাদেশি স্থপতি মেরিনার ডিজাইনে লন্ডনে সামার পার্টি

মানুষের খুলি দিয়ে তৈরি পাত্রে পান করতেন অক্সফোর্ডের অধ্যাপকেরা, চাঞ্চল্যকর দাবি