হোম > বিশ্ব > ইউরোপ

আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

নিজেদের মধ্যে আবারও যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। এবার দুপক্ষ থেকে ১০৩ জন করে মোট ২০৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। গতবারের মতো এবারও যুদ্ধরত দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর ও উন্নত দেশ সংযুক্ত আরব আমিরাত।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চল থেকে বন্দী হওয়া রাশিয়ার ১০৩ জন সেনাসদস্যকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মুক্তির বিনিময়ে ১০৩ জন ইউক্রেনীয় সৈন্যকে মুক্তি দেওয়া হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা সফলভাবে রাশিয়ার বন্দিদশা থেকে ইউক্রেনে আরও ১০৩ জন যোদ্ধাকে ফিরিয়ে এনেছি।’

তিনি বলেন, মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয়দের মধ্যে ৮২ জন প্রাইভেট ও সার্জেন্ট এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনী, ইউক্রেনের ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী ও পুলিশের ২১ জন কর্মকর্তা রয়েছেন।

এ নিয়ে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর অষ্টমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই ধরনের যুদ্ধবন্দী বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করল আরব আমিরাত। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে উপসাগরীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত আগস্টে প্রত্যেক পক্ষ থেকে ১১৫ জন যুদ্ধবন্দী বিনিময় করেছিল রাশিয়া ও ইউক্রেন। সেবারও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার আরব আমিরাত জানিয়েছে, তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৯৯৪ জন যুদ্ধবন্দী মুক্তি পেয়েছেন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন