Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপের ‘সুপার কার্টেলের’ কাছ থেকে জব্দ ৩০ টন কোকেন, গ্রেপ্তার ৪৯ 

অনলাইন ডেস্ক

ইউরোপের ‘সুপার কার্টেলের’ কাছ থেকে জব্দ ৩০ টন কোকেন, গ্রেপ্তার ৪৯ 

ইউরোপের বিভিন্ন দেশে অভিযান চালিয়ে কোকেন ব্যবসার সঙ্গে জড়িত একটি ‘সুপার কার্টেল’ ধ্বংস করেছে পুলিশ। এ সময় উদ্ধার করেছে প্রায় ৩০ টন কোকেন এবং গ্রেপ্তার করা হয়েছে ৪৯ জনকে। ইউরোপোলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউরোপোল জানিয়েছে, এই কোকেন কার্টেলটি পরিচালনা করা হতো দুবাই এবং নেদারল্যান্ডস থেকে। ইউরোপ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্টেলটির পরিচালক হিসেবে প্রধান ৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে দুবাই থেকে। 

ইউরোপোল জানিয়েছে, পুলিশের এই অভিযান চালানো হয়েছে—বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং স্পেনে। এই সময় এসব থেকে পৃথক পৃথকভাবে এসব দেশ থেকে সব মিলিয়ে ৩০ টন কোকেন জব্দ করা হয়েছে। এই অভিযানে নেদারল্যান্ডস থেকে কার্টেলটির একজন বড় পর্যায়ের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি দুবাইকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের রটারডাম অ্যান্টেয়ার্প বন্দর দিয়ে দক্ষিণ আমেরিকা থেকে আসা কোকেন কেনাবেচা করত। 

ইউরোপোল বিবৃতিতে বলেছে, ‘এই কার্টেলটি ইউরোপোলের কাছে অতি কাঙ্ক্ষিত। এই কার্টেলটি ইউরোপের প্রায় এক-তৃতীয়াংশ কোকেন বাণিজ্য নিয়ন্ত্রণ করত। সন্দেহভাজনদের নিয়ন্ত্রণ ও পরিচালনায় ইউরোপে কোকেন আমদানির মাত্রা ছিল ব্যাপক এবং অভিযান পরিচালনার সময় আইন প্রয়োগকারীরা ৩০ টনেরও বেশি কোকেন জব্দ করেছে।’ 

জার্মানিতে ‘নগ্ন সৈকতে’ পোশাক পরা ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষণা

ইউক্রেন সবচেয়ে বড় পরীক্ষা, শান্তিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ সংসদে স্টারমার

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

ওয়াশিংটন-কিয়েভ বিচ্ছেদে নয়া স্বপ্ন মস্কোর

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় গর্বিত ইউক্রেনের মানুষ