হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

কিথ কেলগ

ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় আর নির্বাচন করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্র চায়, ইউক্রেন যেন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ দেশে নির্বাচনের আয়োজন করে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়াবিষয়ক বিশেষ দূত কিথ কেলগ। তিনি বলেন, ইউক্রেনের নির্বাচন যুদ্ধের কারণে স্থগিত ছিল। সেটি এখন সম্পন্ন করা জরুরি। আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে গিয়ে চলতি বছরের শেষ দিকে তারা নির্বাচনের আয়োজন করতে পারে।

আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে একটি চুক্তির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এখন পর্যন্ত এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে নির্বাচনের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন আয়োজনে কিয়েভকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিথ কেলগসহ ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র একটি অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতের পর দীর্ঘমেয়াদি চুক্তির জন্য কাজ করবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন